হায়দ্রাবাদী ইরানী চা (Hyderabadi Irani Chai recipe in Bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#GA4
#Week13
Hyderabadi
আমি হাইড্রাবাদী বেছে নিয়ে আজ বানাবো হাইড্রাবাদী ইরানী চা ।এরকম চা দুএকদিন বাড়িতে বানানো যেতে পারে । বন্ধুরা চায়ের কথা যখন উঠল তখন চা খাওয়াই যাক ।

হায়দ্রাবাদী ইরানী চা (Hyderabadi Irani Chai recipe in Bengali)

#GA4
#Week13
Hyderabadi
আমি হাইড্রাবাদী বেছে নিয়ে আজ বানাবো হাইড্রাবাদী ইরানী চা ।এরকম চা দুএকদিন বাড়িতে বানানো যেতে পারে । বন্ধুরা চায়ের কথা যখন উঠল তখন চা খাওয়াই যাক ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জন
  1. 4 চা চামচচা পাতা
  2. 500মিলি দুধ
  3. 3 চা চামচচিনি
  4. 3 চা চামচ মিল্কমেড
  5. 4 কাপজল
  6. 2 টোএলাচ থেঁতো
  7. 1টিসুতির কাপড়
  8. 2 টোআলাদা আলাদা পাত্র

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    আমি প্রথমে সব এক জায়গাতে গুছিয়ে নিলাম ।একটি শশপ্যানে পরিমাণ মতো জল দিয়ে, এলাচ দিয়ে বসিয়ে দিলাম। চিনিও দিয়ে দিলাম ।

  2. 2

    চিনি দিয়ে পাত্রটিতে একটি ঢাকনা চাপা দিয়ে উপরে একটি মোটা ভারী পাত্র চাপা দিলাম । যাতে কোনো মতে স্টিম না বাইরে বেরিয়ে আসে ।এভাবে কুড়ি মিনিট লো আঁচে হবে, চা পাতার লিকার একদম কড়া হয়ে আসবে, জল ফুটে অর্ধেক হবে ।

  3. 3

    এবার অন্য একটি বড় শশপ্যানে দুধ দিয়ে ফুটতে দিলাম । দুধ সমানে নাড়তে হবে, যাতে দলা পাকিয়ে না যায় ।

  4. 4

    এখন দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে আসবে। দুধ অধের্ক হলে, মিল্ক মেড মিশিয়ে আবার নেড়ে নিলাম । একটি পুরু মিশ্রণ তৈরী হল ।

  5. 5

    এখন তলার একটি পাত্রের কানাতে সুতির কাপড় খুব ভালো করে শক্ত করে বেঁধে নিলাম । কড়া চায়ের লিকার ছেকে নিলাম ।যেভাবে ছবিতে দিয়েছি ।

  6. 6

    চাপাতি ফুটে অর্ধেক হয়ে কড়া হয়ে গেছে । এটি গরম থাকতে থাকতে তিনটি কাঁচের গ্লাসে ঢেলে নিলাম ।

  7. 7

    এপাশে শশপ্যানের দুধ ও পুরু হয়ে এসেছে ।কাঁচের গ্লাসে কড়া লিকারের সাথে পুরু দুধের মিশ্রণ ঢেলে মিশিয়ে নিলাম।হাইড্রাবাদী ইরানী চা এভাবে তৈরী করতে হয় ।

  8. 8

    স্পেশাল চা তৈরী । আমি সাজিয়ে চকো কুকিজের সাথে গরম গরম হাইড্রাবাদী ইরানী চা পরিবেশন করলাম । বাড়ির সবাই ভীষণ খুশি। বন্ধুরা তোমরাও একদিন বানিয়ো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes