ট্রাফিক জ্যাম (Traffic Jam recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#উত্তর বাংলার রান্নাঘর
#দুধ
এখানে আমি দুধ দিয়ে একটা ফ্রুটস শেক বানিয়েছি | প্রথমে আমি কাঁচের পাত্রের মুখে চকলেট লেয়ার দিয়ে ফ্রিজে জমতে দিয়েছি | এরপর দুধ কর্নফ্লাওয়ার , চিনি , মাখন দিয়ে একটা লেয়ার ঢেলেছি , তারপর ফল নানারকম কেটে সাজিয়ে উপর দিয়ে আরো একটু দুধ দিয়ে উপরদিয়ে আবার কুচো ফল ছড়িয়ে , কাজু কিসমিস, চকলেট টুকরো ছড়িয়ে পরিবেশন করেছি | এটি খেতেও বেশ ভালো হয়েছে ,তৈরী করাও বেশ সহজ |

ট্রাফিক জ্যাম (Traffic Jam recipe in Bengali)

#উত্তর বাংলার রান্নাঘর
#দুধ
এখানে আমি দুধ দিয়ে একটা ফ্রুটস শেক বানিয়েছি | প্রথমে আমি কাঁচের পাত্রের মুখে চকলেট লেয়ার দিয়ে ফ্রিজে জমতে দিয়েছি | এরপর দুধ কর্নফ্লাওয়ার , চিনি , মাখন দিয়ে একটা লেয়ার ঢেলেছি , তারপর ফল নানারকম কেটে সাজিয়ে উপর দিয়ে আরো একটু দুধ দিয়ে উপরদিয়ে আবার কুচো ফল ছড়িয়ে , কাজু কিসমিস, চকলেট টুকরো ছড়িয়ে পরিবেশন করেছি | এটি খেতেও বেশ ভালো হয়েছে ,তৈরী করাও বেশ সহজ |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২জন
  1. ৫০o গ্রামদুধ
  2. ২টি কলা টুকরো করা
  3. ১টুকরা পাকা পেঁপে
  4. ১টি কমলা লেবু টুকরো করা
  5. ১/২ চা চামচকর্ণ ফ্লাওয়ার
  6. ১/২ চা চামচ মধু
  7. ২ চা চামচ চিনি
  8. ১টি টুকরো সবেদা
  9. ১/২ আপেল (ছোট)
  10. ৬-৭ টা চেরি
  11. ১/২ আমসত্ত্ব টুকরো করা
  12. ২টি কাজু
  13. ৭-৮ টি কিসমিস
  14. ৪টুকরো ক্যাডবেরি
  15. ১ফোঁটা ভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে কাঁচের গ্লাসের মুখে চকলেট গলিয়ে লাগিয়ে ফ্রিজে.১০ মিনিট ঠাণ্ডা করতে হবে | ফলগুলো ধুয়ে পছন্দমত সাইজে কেটে রাখতে হবে ।

  2. 2

    দুধ জালদিয়ে ১/২ চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য দুধে গুলে, সেটা ফুটন্ত দুধে দিয়ে ভালমত নেড়ে কাস্টার্ড বানাতে হবে | এবার তাতে ২ চামচ চিনি দিয়ে,১ ফোঁটা ভ্যানিলা দিয়ে ঠাণ্ডা করতে হবে |

  3. 3

    এবার ফ্রিজ থেকে সার্ভিং গ্লাস এনে তাতে ঐ কাস্টার্ড কিছুটা ঢালতে.হবে | এবার তাতে উপর দিয়ে সবরকম ফল কুচো ছড়িয়ে দিতে হবে ৷তারপর উপর দিয়ে আরো একটু দুধ দিয়ে আবার একটু করে সবরকম ফল কুচো দিয়ে একেবারে উপরে১/২ চামচ মধু, কাজু, কিসমিস, চেরী ও চকলেট ভেঙ্গে দিয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes