কলকাতা স্টাইল এগ চিকেন দম বিরিয়ানি (Kolkata Style dum Biryani recipe in Bengali)

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

#GA4
#Week16

এই সপ্তাহে বেছে নিলাম বিরিয়ানি। কলকাতার দম বিরিয়ানির বৈশিষ্ট্য ও বিশেষত্ব এতই প্রচলিত যে দেশ জুড়ে এর জুড়ি মেলা ভার। এই স্বাদের কোনো তুলনা হয়না।

কলকাতা স্টাইল এগ চিকেন দম বিরিয়ানি (Kolkata Style dum Biryani recipe in Bengali)

#GA4
#Week16

এই সপ্তাহে বেছে নিলাম বিরিয়ানি। কলকাতার দম বিরিয়ানির বৈশিষ্ট্য ও বিশেষত্ব এতই প্রচলিত যে দেশ জুড়ে এর জুড়ি মেলা ভার। এই স্বাদের কোনো তুলনা হয়না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১.৩০ মিনিট
১০ জন
  1. চিকেনের জন্য
  2. ২ কেজি চিকেন
  3. ২৫০ গ্রাম টক দই
  4. ২ চা চামচ জিরে গুঁড়ো
  5. ২ চা চামচ ধনে গুঁড়া
  6. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  8. ২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ২ চা চামচ বিরিয়ানি মশলা
  10. স্বাদমতো নুন
  11. ১ চা চামচ চিনি
  12. ২ চা চামচ কেওড়া জল
  13. ১ চা চামচ গোলাপ জল
  14. ৩-৪ ফোঁটা মিঠা আতর
  15. ৫-৬ চা চামচপেঁয়াজ বেরেস্তা
  16. ১ চা চামচ ভিনিগার
  17. ২ চা চামচসর্ষে তেল
  18. ২ চা চামচ আদা রসুন বাটা
  19. ১চা চামচ ঘি
  20. বিরিয়ানির চাল এবং লেয়েরিং এর জন্যে
  21. ১ কেজি বাসমতী চাল
  22. প্রয়োজন অনুযায়ী১ টা কাপড়ে দারুচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা, এলাচ, গোল মরিচ
  23. ৪ টেবিল চামচ ঘি
  24. ৭-৮ চা চামচ নুন
  25. ১ টা পাতি লেবুর রস
  26. ৫ টেবিল চামচ কেশর দুধ
  27. ২ চা চামচ বিরিয়ানির মশলা
  28. ৪ টেবিল চামচ বেরেস্তা
  29. ১০ টুকরো ভেজে রাখা আলু
  30. ১০ টা সেদ্ধ ডিম
  31. ২ চা চামচ কেওড়া জল
  32. ১ চা চামচ গোলাপ জল
  33. ৪ ফোঁটা মিঠা আতর

রান্নার নির্দেশ সমূহ

১.৩০ মিনিট
  1. 1

    প্রথমে টক দই, আদা রসুন বাটা, ভিনেগার, নুন, চিনি, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গোল মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেরেস্তা, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর ও সর্ষে তেল মিশিয়ে চার পাঁচ ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে চিকেনের পিস গুলো রেখে দিতে হবে।

  2. 2

    এবার হাঁড়িতে জল গরম হলে গোটা গরম মশলার পটলি, একটা পাতি লেবুর রস ও ৭-৮ চামচ নুন মিশিয়ে নিয়েছি। অন্য দিকে অল্প ঘি দিয়ে বাসমতী চাল এক ঘণ্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। জল ফুটে গেলে চাল দিয়ে ৭০% রান্না করে ফ্যান ঝরিয়ে নিয়েছি।

  3. 3

    এবার অল্প দুধে কেশর ভিজিয়ে রাখতে হবে। অন্য দিকে কড়াইতে ৫-৬ চামচ ঘি দিয়ে ম্যারিনেট করা মাংস মিশিয়ে কম আঁচে কষিয়ে নিয়েছি ১০ মিনিট।

  4. 4

    ইতি মধ্যে আলু গুলো কে অল্প নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাংস সেদ্ধ হয়ে গেলে আলু মিশিয়ে আরো ১৫ মিনিট রান্না করে নিয়েছি।

  5. 5

    এবার বিরিয়ানির শেষ পর্যায়ে এসে প্রথমে পত্রের গায়ে ভালো ভাবে ঘি মাখিয়ে একদম তলায় মাংসের লেয়ার তার ওপর আলু ঝোল মিশিয়ে অল্প ঘি, আতর, কেওড়া জল, গোলাপ জল, কেশর গোলা দুধ ও বিরিয়ানি মশলা দিয়ে ভাতের লেয়ার করে নিয়েছি।

  6. 6

    তার ওপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে আরো একবার ভাত মিশিয়ে আরো একটু ঘি, আতর, কেওড়া জল, গোলাপ জল, কেশর গোলা দুধ ও বিরিয়ানি মশলা মিশিয়ে বেরেস্তা ছড়িয়ে আটা দিয়ে সিল করে ৪০ মিনিট এর জন্যে কম আঁচে দমে রেখেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes