অরেঞ্জ পেস্ট্রী কেক (Orange Pastry Cake Recipe in Bengali)

Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly

#GA4
#Week17

গোল্ডেন অ্যাপ্রনের এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিলাম পেস্ট্রী ৷

শীতকালে কমলালেবুর নানা পদ আমরা বানিয়ে নিই৷ আজ বানাচ্ছি কেক৷ কমলালেবুর পেস্ট্রী কেক৷

অরেঞ্জ পেস্ট্রী কেক (Orange Pastry Cake Recipe in Bengali)

#GA4
#Week17

গোল্ডেন অ্যাপ্রনের এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিলাম পেস্ট্রী ৷

শীতকালে কমলালেবুর নানা পদ আমরা বানিয়ে নিই৷ আজ বানাচ্ছি কেক৷ কমলালেবুর পেস্ট্রী কেক৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ ঘণ্টা
৬ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১ টি কমলালেবু
  3. অন্যান্য শুকনো উপকরন
  4. ১ চা চামচ বেকিং পাউডার
  5. ১/২ চা চামচ বেকিং সোডা
  6. ১ চিমটি লবণ
  7. ১ কাপ চিনি গুঁড়ো
  8. ১ চা চামচ অরেঞ্জ জেস্ট
  9. অন্যান্য তরল উপকরন
  10. ১ কাপ দুধ
  11. ২ টেবিল চামচ জল
  12. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  13. ১ টেবিল চামচ ভিনিগার
  14. ১/২ কাপ সাদাতেল
  15. সস্ বানানোর জন্য
  16. ২ টি কমলালেবু
  17. ২ টেবিল চামচ চিনি গুঁড়ো
  18. ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  19. সাজানোর জন্য
  20. ১ কাপ হুইপিং ক্রীম
  21. ২ টেবিল চামচ চিনি গুঁড়ো
  22. ২ টেবিল চামচ জল
  23. ১ কাপ বেক করার জন্য বালি

রান্নার নির্দেশ সমূহ

৪ ঘণ্টা
  1. 1

    প্রথমে কমলালেবুর খোসা ছাড়িয়ে জুস বের করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে ২ টি কমলালেবুর জুস, চিনি গুঁড়ো, কর্নফ্লাওয়ার ফুটিয়ে সস তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার ময়দা ও অন্যান্য শুকনো উপকরন চেলে ওতে অরেঞ্জ জেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    অন্য দিকে অন্যান্য তরল উপকরন গুলো মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার তরল উপকরন এর মধ্যে ধীরে ধীরে শুকনো উপকরন মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে।

  6. 6

    কেকটিনে সদতেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে ব্যাটার ঢেলে দিলাম।

  7. 7

    একটা বড়ো ডেকচিতে বালি দিয়ে গরম করে ব্যাটার সমেত টিন টি বসিয়ে কেক তৈরী হউয়া পর্যন্ত বেক করলাম

  8. 8

    কেক নামিয়ে ঠাণ্ডা করে ৩টি সমান লেয়ার কেটে নিলাম।

  9. 9

    ক্রিম ফেটিয়ে নিলাম।
    চিনি গুঁড়ো ও জল মিশিয়ে সিরাপ তৈরী করলাম।

  10. 10

    এবার কেক বোর্ডের ওপর কেক আর একটি লেয়ার বসিয়ে চিনির সিরাপ ছড়িয়ে ক্রিম ছড়িয়ে দিলাম।

  11. 11

    তারপর আরো একটি কেক লেয়ার দিয়ে আবারও চিনির সিরাপ ছড়িয়ে ক্রিম ছড়িয়ে দিলাম।

  12. 12

    এইভাবে ৩ টি লেয়ার বসিয়ে পুরো কেক আর গায় ক্রিম মাখিয়ে অরেঞ্জ সস দিয়ে সাজিয়ে নিলাম।

  13. 13

    তৈরি অরেঞ্জ পেস্ট্রী কেক।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly
cooking is my passion
আরও পড়ুন

Similar Recipes