ওমলেট ফিউশন (omelette fusion recipe in Bengali)

Dipanwita Roy
Dipanwita Roy @cook_26622482

ওমলেট ফিউশন (omelette fusion recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
১জনের জন্য
  1. ৩ টে ডিম
  2. স্বাদ মত নুন
  3. স্বাদ মত গোলমরিচের গুঁড়ো
  4. ২ টো কাঁচা লঙ্কা
  5. ১ চা চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে উপকরন গুলো নিয়ে নিতে হবে, ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেল সামান্য

  2. 2

    এবারে একটি পাত্রে ডিমের সাদা অংশ ও আর একটি পাত্রে ডিমের হলুদ (কুসুম) অংশ টি নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এখন হলুদ অংশটি দিয়ে একটি ওমলেট বড়করে বানিয়ে নিতে হবে।

  4. 4

    ওমলেট টিকে সরু সরু করে কেটে নিতে হবে ও প্যানে সামান্য তেল দিয়ে সেই সরু ডিম গুলোকে সাজিয়ে দিতে হবে চেক চেক করে । ও তার ওপরে ধীরে ধীরে ডিমের সাদা অংশ টা ডেলে দিতে হবে।

  5. 5

    এবারে ওমলেটের আকারে রোল করে নিতে হবে । যে কোন প্রিয়জনকে যদি এই ওমলেটটি পরিবেশন করা হয়, অবশ্যই সে খুশি হবেন । 😊♥️

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipanwita Roy
Dipanwita Roy @cook_26622482

মন্তব্যগুলি

Similar Recipes