ফ্রায়েড মশালা ম্যাগি(Fried Masala Maggi recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#MaggiMagicInMinutes
#Collab
এই ফ্রায়েড মসলা ম্যাগি সকালের ও সন্ধ্যার জ্ল খাবারে খুব ভালোই লাগে। একটু স্পাইসি করে আমি এই ম্যাগি তৈরি করেছি ।

ফ্রায়েড মশালা ম্যাগি(Fried Masala Maggi recipe in Bengali)

#MaggiMagicInMinutes
#Collab
এই ফ্রায়েড মসলা ম্যাগি সকালের ও সন্ধ্যার জ্ল খাবারে খুব ভালোই লাগে। একটু স্পাইসি করে আমি এই ম্যাগি তৈরি করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ -৩০ মিনিট
২জন
  1. ২ প্যাকেট ম্যাগি
  2. ১টা ছোট গাজর
  3. ১টা ছোট ক্যাপ্সিকাম
  4. ৫-৬টা বিন্স
  5. ৪টে কাঁচা লঙ্কা
  6. ১টা বড় পেঁয়াজ
  7. ৫-৬ টা রসুনের কোয়া
  8. ১ চা চামচ ভিনেগার
  9. ১ চা চামচ টমেটো সস
  10. ১ চা চামচ সয়া সস
  11. ১ চা চামচ রেড চিলি সস
  12. ৪ চা চামচ সাদা তেল
  13. ১/২ চা চামচ লবণ

রান্নার নির্দেশ সমূহ

২৫ -৩০ মিনিট
  1. 1

    ম্যাগি ফুটন্ত জলে দিয়ে ২-৩ মিনিট সিদ্ধ করে ঠাণ্ডা জলে ধুয়ে নিতে হবে

  2. 2

    সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে

  3. 3

    এবার ফ্রাইং প্যানে ৪-৫ চামচ তেল দিয়ে প্রথমে রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ৩-৪ সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে আরো ২-৩ মিনিট হাই ফ্লেমে রেখে গাজর বিন্সদিতে হবে।

  4. 4

    গাজর বিন্সদেয়ার পরে ৪-৬ মিনিট ভেজে নিয়ে ক্যাপ্সিকাম কুচি দিয়ে আরও ৩-৪ মিনিট মিডিয়াম আচে নেড়ে ম্যাগি মসলা, টমাটো সস, সয়া সস, রেড চিলি সস ও ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করা ম্যাগি দিতে হবে

  5. 5

    এবার ম্যাগি ভাল করে মিশিয়ে ৩-৪ মিনিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফ্রায়েড মসলা ম্যাগি

  6. 6

    এরপর সার্ভিং প্লেটে ঢেলে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes