ম্যাগি পালং মুঠিয়া(Maggi palong muthia recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#MaggiMagicInMinutes
#Collab
গুজরাটি এই রেসিপিটিকে আমি আমার নিজের মতন করে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি।

ম্যাগি পালং মুঠিয়া(Maggi palong muthia recipe in Bengali)

#MaggiMagicInMinutes
#Collab
গুজরাটি এই রেসিপিটিকে আমি আমার নিজের মতন করে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১৫০ গ্রাম ম্যাগি
  2. ১ বাটি পালং শাক কুচি
  3. ২ টি পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ৩টেবিল চামচ বেসন
  7. ২ টেবিল চামচ আটা
  8. ১ চা চামচ ভাজা মশলা (জিরা ধনে)
  9. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীলবণ
  11. ২ টেবিল চামচ দই
  12. ১ টা গাজর কুচি
  13. ১/২ পাতিলেবুর রস
  14. ২ চা চামচ সাদা তিল
  15. ১ চা চামচ কালো সর্ষে
  16. প্রয়োজন অনুযায়ী কারি পাতা
  17. ১/২ চা চামচ হিং
  18. ২টেবিল চামচ সাদা তেল
  19. ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া
  20. ১ চা চামচ ম্যাগি মসলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ম্যাগিটিকে সিদ্ধ করে সরষে,তিল, কারি পাতা, হিঙ, তেল ছাড়া সমস্ত উপকরণ ভাল করে মেখে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে গরম জল বসিয়ে তার ওপর তেল মাখানো একটা ঝাজরি বাটি বসিয়ে মিশ্রনটিকে লম্বা আকারে গড়ে 10 মিনিটের জন্য কম আঁচে সিদ্ধ করতে দিতে হবে।

  3. 3

    এবার মুঠিয়া গুলো ঠান্ডা হলে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে সরষে, হিং, সাদা তিল, কারিপাতা ফোড়ন দিয়ে মুঠিয়া গুলোকে 5 মিনিট মতন নাড়াচাড়া করে একটু ক্রিস্পি ভাব এলেই নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes