ম্যাঙ্গো ফ্রুটি (Mango fruity recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#পানীয়
গ্রীষ্মকালে ম্যাঙ্গো ফ্রুটি কে না চায় !!
গ্রীষ্মের সময় একগ্লাস ম্যাঙ্গো ফ্রুটি খেলে শরীরের তো তৃপ্তি হয়ই , মনেরও শান্তি মেটে । আমার বাড়ির সবার প্রিয় একটি পানীয় ।

ম্যাঙ্গো ফ্রুটি (Mango fruity recipe in bengali)

#পানীয়
গ্রীষ্মকালে ম্যাঙ্গো ফ্রুটি কে না চায় !!
গ্রীষ্মের সময় একগ্লাস ম্যাঙ্গো ফ্রুটি খেলে শরীরের তো তৃপ্তি হয়ই , মনেরও শান্তি মেটে । আমার বাড়ির সবার প্রিয় একটি পানীয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 4 টি বড় পাকা আম
  2. 1 কাপচিনি
  3. 4 টিবরফ কিউব
  4. 1 চা চামচ ভ্যানিলা এসেন্স
  5. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে ।

  2. 2

    এবার কড়াতে দুইকাপ জল গরম করে আমগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে ।

  3. 3

    অন্য পাত্রে দুইকাপ জল ও চিনি দিয়ে, চিনি গলে জলে পরিণত হলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে ।

  4. 4

    এবার সেদ্ধ করা আম ও বরফ টুকরো মিক্সিতে দিয়ে ফাইন পেস্ট তৈরী করে নিতে হবে । এই সময়ে ভেনিলা এসেন্স মিশিয়ে দিতে হবে । কিছুটা চিনির জল মিশিয়ে আবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে ।

  5. 5

    এবার একটি বড়ো পাত্রে ঢেলে বাকি চিনির জল মিশিয়ে নিতে হবে ।

  6. 6

    একটি কাঁচের জারে ভর্তি করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ।এবার ফ্রিজ থেকে বার করে কাঁচের গ্লাসে ঢেলে ঠাণ্ডা ঠাণ্ডা সার্ভ করতে হবে । এবার তৈরী ম্যাঙ্গো ফ্রুটি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes