টুট্টি ফ্রুটি (tutti fruity recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#GA4
#Week23

আমি পেঁপে বেছে নিয়ে আজ বানাবো পেঁপে দিয়ে কালার ফুল টুট্টি ফ্রুটি । এটি যেকোনো বেকিং এর জন্য খুবই কাজে লাগে ।

টুট্টি ফ্রুটি (tutti fruity recipe in bengali)

#GA4
#Week23

আমি পেঁপে বেছে নিয়ে আজ বানাবো পেঁপে দিয়ে কালার ফুল টুট্টি ফ্রুটি । এটি যেকোনো বেকিং এর জন্য খুবই কাজে লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
1 জন
  1. 300 গ্রাম (1 টি ছোট) পেঁপে
  2. 150 গ্রামচিনি
  3. 4টে ফুড কালার লাল,সবুজ, হলুদ, কমলা প্রত্যেক টি দুফোঁটা করে
  4. 1 চা চামচভ্যানিলা এসেন্স
  5. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আমি প্রথমে পেঁপে ছাল ছুলে কুচি, কুচি করে কেটে ধুয়ে নিলাম । কড়াই এ গরম জল করে পেঁপে কুচি গুলো দুমিনিট ভাপিয়ে নিলাম ।

  2. 2

    পেঁপে গুলো ছাকনী দিয়ে ছেকে নিলাম ।

  3. 3

    এবার কড়াই গরম করে দুকাপ জল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে, চিনি গুলে গেলেই জল ঝরানো পেঁপে গুলো দিয়ে পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নিলাম । এখন চিনির রসও বেশ পুরু হয়ে এসেছে ।পরিমান মতো ভেনিলা এসেন্স দিলাম ।

  4. 4

    এখন কিছুক্ষণ এটি ঠান্ডা করে নিলাম । আমি 4 রকম ফুড কালার ও 4 টি কাঁচের বাটি নিয়ে নিয়েছি । প্রত্যেক টি বাটিতে হাতা দিয়ে রস সহ পেঁপে গুলো তুলে রাখলাম । প্রত্যেক টি বাটিতে পেঁপের রসের সাথে দুফোটা করে এক এক রকম কালার মিশিয়ে দিলাম । কালারগুলি লাল, সবুজ, হলুদ ও কমলা ।

  5. 5

    এবার আলাদা আলাদা চামচে করে প্রতিটি বাটিতে কালার গুলো মিশিয়ে সারা রাত্রি মানে 12 ঘন্টা ভিজিয়ে রাখলাম ও ঢাকা দিলাম ।

  6. 6

    12 ঘন্টা পর এগুলোতে বেশ পাকা রং ধরেছে । চিনির রস প্রায় টেনে নিয়েছে । আমি রস থেকে কাগজের উপর আলাদা করে তুলে রেখে ফ্যানের হাওয়াতে দুঘন্টা শুকিয়ে নিলাম । ততক্ষণে এগুলো ঝুরঝুরে হয়েছে । তৈরী হল টুট্টি ফ্রুটি ।যেকোনো এয়ার টাইট কন্টেনারে দু তিন মাস রাখা যাবে এবং ইচ্ছে মতো বেকিং করা যাবে ।

  7. 7

    তৈরী হয়েছে কালার ফুল টুট্টি ফ্রুটি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes