রোষ হেভেন গার্ডেন ড্রিংক(rose heaven garden drink recipe in Bengali)

Chandana Pal
Chandana Pal @chandana_pal_100

রোষ হেভেন গার্ডেন ড্রিংক(rose heaven garden drink recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১জন
  1. ১টা অরেঞ্জ
  2. ১/২ কাপ চিনি
  3. ১/২কাপ জল
  4. ২টো দারুচিনি
  5. ১ ফোঁটা ব্লু ফুড জেল কালার
  6. ১টা পাতিলেবু
  7. পরিমান মতরোষ সিরাপ
  8. প্রয়োজন অনুযায়ীলিচি জ্যুস
  9. পরিমাণ মতআপেল জ্যুস
  10. ১/২ কাপ ভ‍্যানিলা আইসক্রিম
  11. প্রয়োজন অনুযায়ীবরফ কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে অরেঞ্জের স্কিন টা গ্ৰেট করে নিতে হবে। তারপর অরেঞ্জের জুস বারকরতে হবে।

  2. 2

    এবার একটা প‍্যানে চিনি, জল আর দারুচিনি নিয়ে ফোটাতে হবে। একটু ঘনো হলে ১ চামচ লেবুর রস, অরেঞ্জ জিস্ট আর জুস ঢেলে ফুটিয়ে নিতে হবে। এবার এতে ব্লু কালার মেশাতে হবে। এটা একটা গ্ৰিন সিরাপ তৈরি হবে। ঠান্ডা হলে একটা পাত্রে ছেঁকে নিতে হবে।

  3. 3

    এবার একটা জারে ২ চামচ গ্ৰিন সিরাপ দিয়ে তাতে বরফ, ১চামচ লেবুর রস আর ৪ চামচ লিচি জুস মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এবার গ্লাসে ঢেলে দিতে হবে।

  4. 4

    আবার জার নিয়ে তাতে ২চামচ রোষ সিরাপ, ৪চামচ আপেল জুস, আর ২চামচ আইসক্রিম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে গ্ৰিন মিশ্রণের উপর ঢালতে হবে।

  5. 5

    এবার এতে একটু বরফ আর আইসক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandana Pal
Chandana Pal @chandana_pal_100
নিত্য নতুন রান্না করতে ও নতুন নতুন রান্না শিখতে আমার খুব ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes