ডিমের ঝুরি দিয়ে ক্যাপ্সিকাম আলুর তরকারি (dimer jhuri capsicum aloo tarkari recipe in bengali)

Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

#রোজকারসবজী
#ক্যাপ্সিকাম
#week4

ডিমের ঝুরি দিয়ে ক্যাপ্সিকাম আলুর তরকারি (dimer jhuri capsicum aloo tarkari recipe in bengali)

#রোজকারসবজী
#ক্যাপ্সিকাম
#week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 টো বড় ক্যাপ্সিকাম টুকরো করে কাটা
  2. 1 টা আলু টুকরো করে কাটা
  3. 5 টুকরোফুলকপির ফুল টুকরো টুকরো করে কাটা
  4. 2 টো ডিমের ঝুরি
  5. 3টে কাঁচা লঙ্কা কুচি
  6. 1 চা চামচআদা বাটা
  7. 1 টা বড় পেঁয়াজ কুচি
  8. 1 চা চামচপাঁচফোড়ন
  9. 2 টো শুকনো লঙ্কা
  10. 4 কোয়া রসুন কুচি
  11. 1.5 চা চামচ হলুদ গুঁড়ো
  12. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  13. স্বাদ মতনুন মিষ্টি
  14. 1 চা চামচ ভাজা মসলা
  15. 1 চা চামচকসুরি মেথি
  16. 1 টেবিল চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ক্যাপ্সিকাম আলু ফুলকপি সব টুকরো করে কেটে ভাল করে ধুয়ে নিলাম. ডিমের ঝুড়ি বানিয়ে রাখলাম. গোটা জিরে,গোটা ধনে,তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে একটা ভাজা মশলা তৈরি করে নিলাম

  2. 2

    কড়াইতে তেল দিয়ে তাতে পাচফোরন আর শুকনো লঙ্কা ফোঁড়ন দিলাম। তারপর প্রথমে আলু আর ফুলকপির ভেজে নিলাম অল্প নুন দিয়ে। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে তাতে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন কুচি দিয়ে ভাল করে ভাজা ভাজা করে নিলাম তারপর দিলাম ক্যাপ্সিকাম.. ক্যাপ্সিকাম অল্প নাড়াচাড়া করে নুন হলুদ লঙ্কাগুঁড়ো মিষ্টি দিয়ে ভালো করে নাড়লাম.

  3. 3

    সবকিছু ভালো করে যখন ভাজা হলো তখন দিলাম ভাজা মশলা কাসুরি মেথি কাঁচা লঙ্কা কুচি আর ডিমের ঝুড়ি ।এক চামচ ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করলাম পরোটার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

Similar Recipes