ক্যাপ্সিকাম মিক্সড রাইস(Capsicum Mixed Rice Recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4

ক্যাপ্সিকাম মিক্সড রাইস(Capsicum Mixed Rice Recipe In Bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. ১ কাপ বাসমতী চাল
  2. ১/২ কাপ ক্যাপ্সিকাম কুচি
  3. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  4. ২ টেবিল চামচ চিংড়ি মাছ ভাজা
  5. ১ টি ডিম
  6. ১০০ গ্রাম হাড় ছাড়া চিকেন(ছোট টুকরো করে কাটা)
  7. ২ টেবিল চামচ রোস্টেড মশলা গুঁড়ো(জিরে, ধনে, ছোলাডাল, বিউলিডাল)
  8. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ৪-৫ টি কারিপাতা
  10. ২ টি শুকনো লঙ্কা
  11. ১৷৪ চা চামচ হিং
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ গোটা সর্ষে
  14. ১ টেবিল চামচ টমেটো সস
  15. ১ চা চামচ ঘি
  16. ১ টেবিল চামচ সাদা তেল
  17. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে পরিস্কার করে ১গ্লাস জল একটা ডেকচিতে দিয়ে গ্যাসে বসিয়ে ৮০ভাগ সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে। বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    এর পর গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে ওর মধ্যে১ চা চামচ ছোলা ডাল, ১ চা চামচ বিউলি ডাল, ১৷২ চা চামচ গোটা জিরে, ১৷২ চা চামচ গোটা ধনে একটু শুকনো ভেজে নিতে হবে, একটা অ্যারোমা বেরলে গ্যাস থেকে ওটা একটা মিক্সিং জারে ঢেলে একটু ঠান্ডা হলে পিষে নিতে হবে। এবার ঐ প্যানে ঘি আর সাদা তেল দিয়ে ওতে কারিপাতা, গোটা সরষে, হিং শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে ওতে ক্যাপ্সিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ২-৩ মিনিট।

  3. 3

    ৩ মিনিট পর টুকরো করে রাখা চিকেন দিয়ে আর ও ২ মিনিট ভেজে ওতে ফেটানো ডিম দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ, রোস্টেড গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করতে হবে আর ও ২-৩ মিনিট ।এরপর সেদ্ধ করা ভাত টা মিশিয়ে আর ও ভালো ভাবে নাড়তে হবে। এবার স্বাদ মতো লবণ আর টমেটো সস মিশিয়ে আরো একবার হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে আর কিছুখন চাপা দিয়ে রেখে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে "ক্যাপ্সিকাম মিক্সড রাইস"।

  4. 4

    এবার একটা প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। এটি খুব সুস্বাদু ও মুখরোচক স্পেশাল খাবার।এটা এমনি এমনি খাওয়া যায় আবার কিছু গ্রেভি সবজির সাথে জাস্ট জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes