চীজি স্টাফড ক্যাপ্সিকাম(cheese stuffed capsicum recipe in Bengali

Sampa Nath
Sampa Nath @SR93

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4

চীজি স্টাফড ক্যাপ্সিকাম(cheese stuffed capsicum recipe in Bengali

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২টো ক্যাপ্সিকাম
  2. ১টা মাঝারি আলু
  3. ২টো মাঝারি পেঁয়াজ
  4. ২০০ গ্রামপনির
  5. ১টা টমেটো
  6. ২টো কাঁচা লঙ্কা
  7. ২টেবিল চামচ ধনেপাতা কুচি
  8. ১/২ চা চামচ মরিচ গুঁড়ো
  9. ২ চিমটিমিক্সড হার্বস
  10. ৪টে চীজ কিউব
  11. স্বাদ মতলবণ
  12. পরিমাণ মত সাদা তেল
  13. ১টেবিল চামচ মাখন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ক্যাপ্সিকাম ধুয়ে নিয়ে মাঝ দিয়ে লম্বা করে দুটুকরো করে কেটে নিতে হবে। ভেতরের বীজ ও সাদা অংশ বাদ দিয়ে দিতে হবে।

  2. 2

    টমেটো বীজ বাদ দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে। আলু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে হবে। পনীর ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজ মিহি করে কেটে নিতে হবে।

  3. 3

    ননস্টিক প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে টমেটো দিয়ে ভাজতে হবে। টমেটো নরম হলে ওর মধ্যে পনীর ও আলু দিয়ে স্বাদ মতন লবণ, ধনেপাতা কুচি ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    পুর ঠাণ্ডা করে একটা চামচ দিয়ে সব ক্যাপসিকামে ভরে নিতে হবে। ক্যাপসিকামের গায়ে অল্প করে মাখন মাখিয়ে দিয়েএবার ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে গরম করে পুরভরা ক্যাপ্সিকাম রেখে কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে।ক্যাপ্সিকাম নরম হলে উপরে চিজ গ্রেট করে দিয়ে কাঁচা লঙ্কা কুচি ও মিক্সড হার্বস ছড়িয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে।চিজ গলে গেলে নামিয়ে নিতে হবে।ক্যাপ্সিকাম বেশি নরম হলে ভালো লাগবে না। একটা করে ক্যাপসিকামে একটা করে চিজ গ্রেট করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes