ক্যাপ্সিকাম চিকেন স্যুপ (Chicken soup with capsicum recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

# রোজকারসব্জী
# ক্যাপ্সিকাম
#Week4
একদিন পর পর চিকেন স্যুপ বানাচ্ছি , কারণ সবাই covid positive ছিলাম । একটু এদিক ওদিক করে স্বাদ গন্ধ বদলানোর চেষ্টা ।

ক্যাপ্সিকাম চিকেন স্যুপ (Chicken soup with capsicum recipe in bengali)

# রোজকারসব্জী
# ক্যাপ্সিকাম
#Week4
একদিন পর পর চিকেন স্যুপ বানাচ্ছি , কারণ সবাই covid positive ছিলাম । একটু এদিক ওদিক করে স্বাদ গন্ধ বদলানোর চেষ্টা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 জনের জন্য
  1. 2 টুকরোবড় দেশি মুরগির মাংস
  2. 1 টাছোট টমেটো
  3. 1 টাতেজপাতা
  4. 1 টুকরোদারচিনি
  5. 1/4 কাপক্যাপ্সিকাম কুুঁচি
  6. 1 টাডিম
  7. 1 টাছোট পেঁয়াজ কুঁচি
  8. 2 কোয়ারসুন কুুঁচি
  9. 1 টাকাঁচা লঙ্কা
  10. 1/2 চা চামচঅরিগেন
  11. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  12. 1 চা চামচসয়াসস
  13. 1টেবিল চামচ মাখন
  14. 1.5টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  15. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    দেড় লিটার / 6 কাপ জল দিয়ে মুরগির মাংস, দারচিনি, তেজপাতা, টমেটো অর্ধেক করে বিচি ফেলে দিয়েছি ও নুন দিয়ে প্রেসার কুকারে হাই ফ্লেমে 3 টা সিটি দেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে 10 /12 টা সিটি / মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করেছি।

  2. 2

    ঠান্ডা হলে মাংসের হাড় বেছে নিয়ে চিকেন হাত দিয়ে ঝুরি করে নিয়েছি ।একটি তলাভারি পাত্রে জল সহ আবার গরম হতে দিয়েছি। ফুটে উঠলে কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে নিয়ে চিকেনের জলে মিশিয়ে দিয়েছি। ভালোকরে নেড়েচেড়ে দিয়েছি।

  3. 3

    কড়াই গরম করে মাখন, রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি দিয়েছি, পেঁয়াজ একটু নেড়েচেড়ে সুগন্ধ বেরোলেই ক্যাপ্সিকাম দিয়ে আবারো 20 সেকেন্ডে র মতো নেড়ে নিয়ে ফুটতে থাকা স্যুপ এ মিশিয়ে আগের থেকে ফেটিয়ে রাখা ডিম ও দিয়ে দিয়েছি একবার ফুটে উঠলে গ্যাস অফ করেছি

  4. 4

    এবার সয়াসস, গোলমরিচের গুঁড়ো, অরিগেনো ও কাঁচা লঙ্কা কুঁচি মিশিয়ে দিয়েছি। এই সময় নুনের স্বাদ টা দেখে নিতে হবে। তৈরি ক্যাপ্সিকাম চিকেন স্যুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

মন্তব্যগুলি (2)

Similar Recipes