সয়াবিনের কাবাব (soyabeaner kebab recipe in Bengali)

Nandini Banerjee
Nandini Banerjee @Nandini_

#পছন্দেররেসিপি
#sunanda

সয়াবিনের কাবাব (soyabeaner kebab recipe in Bengali)

#পছন্দেররেসিপি
#sunanda

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিন
৪জন
  1. ২০০ গ্রাম সোয়াবিন
  2. ১চা চামচ রসুন
  3. ১ টা বড় পেঁয়াজ
  4. ১ চা চামচ ধনে গুঁড়ো
  5. ১ চা চামচ জিরের গুঁড়ো
  6. ১ চা চামচ গরম মসলা
  7. ১/২ চা চামচ আমচুর পাউডার
  8. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  9. ১/২ সেদ্ধ আলু
  10. ৪ টেবিল চামচ বেসন
  11. ৬ টেবিল চামচ ব্রেডক্রাম্বস
  12. ১ টেবিল চামচ লঙ্কা কুচি
  13. স্বাদ মতনুন
  14. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিন
  1. 1

    সয়াবিন গুলোকে গরম জলের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপর আদা বাটা, রসুন বাটা পেঁয়াজ কুচি ও আলু কে করে ছুলে রাখতে হবে একটা জায়গায় । তার পর করাইতে বড় চামচ এর দুই চামচ সাদা তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার ও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।

  2. 2

    তারপর একে একে লঙ্কা গুঁড়ো,নুন, হলুদ জিরা গুঁড়ো ধোনের গুঁড়ো, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মশাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর ওর মধ্যে আমচুর পাউডার ও গরম মাসালা দিয়ে আবারো নাড়াচাড়া করে মশাটাকে ভাল করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর সোয়াবিন গুলোকে মিক্সার এ গ্রাইন্ড করে নিয়ে একটা পাত্রে রেখে ওর মধ্যে বেসন ও সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে চটকে নিতে হবে, দেখতে হবে যেন কোন দানা না থাকে, মাখাটাকে তারপর কাবাবের আকারে গড়ে নিয়ে ব্রেডক্রাম লাগিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর সে গুলোকে তাওয়াতে অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে গেল সোয়া কাবাব । পরিবেশনের সময় গ্রীন চাটনি ও টমেটো কেচাপ এর সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Banerjee

মন্তব্যগুলি

Similar Recipes