চকো পনির (choco paneer recipe in Bengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253


এই রেসিপি টি ওয়াল্ড চকোলেট ডে তে আমার নিজস্ব তৈরী করা একটি রেসিপি।আশা করি বাচ্ছা বড় সকলের ই খুব পছন্দ হবে।

চকো পনির (choco paneer recipe in Bengali)


এই রেসিপি টি ওয়াল্ড চকোলেট ডে তে আমার নিজস্ব তৈরী করা একটি রেসিপি।আশা করি বাচ্ছা বড় সকলের ই খুব পছন্দ হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬ ঘন্টা
৪ জন
  1. ২০০ গ্ৰাম পনির
  2. ২ টেবিল চামচ কাজুবাদাম ও আলমণ্ড কোচান ।
  3. ১/২ কাপ দুধ
  4. ১/২ কাপ চিনি
  5. ২ চা চামচ চকোলেট সিরাপ
  6. ২ চা চামচ কোকো পাউডার
  7. ২ চা চামচ আইসিং সুগার
  8. পরিমাণ মত সাদা তেল
  9. ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  10. ১ টুকরো লেবু
  11. ২প্যাকেট(১০ টাকার) ক্যাডবেরি ডেয়ারি মিল্ক

রান্নার নির্দেশ সমূহ

৬ ঘন্টা
  1. 1

    প্রথমে পনির স্কোয়ার করে কেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে পনির ভেজে নিতে হবে।১/২ কাপ চিনি র সাথে ১ কাপ জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে রস বানিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  2. 2

    চিনির রস ঠাণ্ডা হলে তাতে লেবুর রস মিশিয়ে নিতে হবে। পনির ভেজে টুথপিক দিয়ে ভালো করে পনিরের গায়ে ছিদ্র করে চিনির রসে আধা ঘন্টা ডুবিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার একটি পাত্রে জল দিয়ে তাতে একটি বাটি বসিয়ে ডেয়ারী মিল্ক এর ১০ টাকা র ২ টি প্যাকেট ভেঙে দিয়ে তাতে ১/২ কাপ দুধ, ১ চামচ কর্ণফ্লাওয়ার,২চামচ চকোলেট সিরাপ,২ চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। আধা ঘন্টা পর রস থেকে পনির তুলে একটু শুকিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটি পাত্রে বাটার পেপার দিয়ে সেট করে নিতে হবে। চকোলেট এর মিশ্রনে পনির ও কাজু ও আলমণ্ড কোচান দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বাটার পেপার পাত্রের মধ্যে পনির এর মিশ্রণ ঢেলে সাড়েপাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে।

  5. 5

    এবার ফ্রিজ থেকে বের করে ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes