খাজা (Khaja recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#fc
#week1
#রথযাত্রা স্পেশাল

রথের সময় এই হাল্কা মিষ্টির খাবার টি বানানো হয়। এটি চা এর সঙ্গে পরিবেশন এ খুব ভালো লাগে।

খাজা (Khaja recipe in Bengali)

#fc
#week1
#রথযাত্রা স্পেশাল

রথের সময় এই হাল্কা মিষ্টির খাবার টি বানানো হয়। এটি চা এর সঙ্গে পরিবেশন এ খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩/৪ জন
  1. ১৫০গ্রামময়দা
  2. ৭চা চামচঘি
  3. ১/৪চা চামচনুন
  4. পরিমাণ মতসাদা তেল ভাজার জন্য
  5. ১কাপচিনি
  6. ৩/৪কাপজল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ময়দা ও নুন মিশিয়ে চেলে নিতে হবে। ৩ চা চামচ ঘি মিশিয়ে ময়েম দিতে হবে। অল্প অল্প করে জল মিশিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    আটা মাখা মন্ড রোল করে সমান ভাবে ভাগ করে কেটে নিতে হবে। গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে।

  3. 3

    এবারে সব বল গুলির রুটি বেলে নিতে হবে যথা সম্ভব পাতলা কোরে।১ টি বাটিতে ২ চা চামচ ঘি গলিয়ে নিয়ে প্রতি রুটিতে লাগিয়ে তারওপর ময়দা ছড়িয়ে রুটি গুলো এক সঙ্গে রোল কোরে নিতে হবে। রোলের শুরু তে আর শেষে জল লাগিয়ে দিতে হবে যেন কোনোভাবেই খুলে না যায়। সমান ভাবে কেটে নিতে হবে।

  4. 4

    লম্বা করে বেলে নিয়ে ফ্রাইং প্যানে তেল গরম করে ২ চা চামচ ঘি মিশিয়ে দিলে সুগন্ধ ও স্বাদ দুটোই বাড়বে খাজা তে। হাল্কা গরম তেলে হালকা লাল করে ভেজে নিতে হবে। চিনি ও জল যোগে চটচটে সিরা তৈরি করে গরম সিরা তে খাজা উল্টে পাল্টে উঠিয়ে নিয়ে পরিবেশণ করতে হবে।

  5. 5

    পরিবেশণ এর জন্য তৈরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes