বীট এর খাজা(Beet khaja recipe in bengali)

Nabanita Das
Nabanita Das @cook_25166873

 #fc
#week1
রথের উৎসবে খাজা ছাড়া ভাবা যায়ে না। আর যদি সেটা হয়ে আবার আমার পছন্দের। তাই এই খাজা রেসিপি টিকে ঐকটু অন্য রুপ দিতে ও খাবারে কেমিক্যাল রঙের ব্যবহার না করে এই রেসিপিটি উদ্ভাবন করেছি।

বীট এর খাজা(Beet khaja recipe in bengali)

 #fc
#week1
রথের উৎসবে খাজা ছাড়া ভাবা যায়ে না। আর যদি সেটা হয়ে আবার আমার পছন্দের। তাই এই খাজা রেসিপি টিকে ঐকটু অন্য রুপ দিতে ও খাবারে কেমিক্যাল রঙের ব্যবহার না করে এই রেসিপিটি উদ্ভাবন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6-7 জন
  1. 2 কাপময়দা
  2. 1 টাবীট কে গ্রেড করে রস বার করে নিতে হবে।
  3. 4টেবিল চামচ সাদা তেল(ময়েনের জন্য)
  4. স্বাদমতোনুন
  5. 1 চা চামচঘি
  6. 2 চা চামচকর্নফ্লাওয়ার
  7. 2 কাপসাদা(তেল ভাজার জন্য)
  8. চিনির সিরা বানাতে লাগবে
  9. 1 কাপচিনি
  10. 1 কাপজল
  11. 1/2পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে দুটি বাটিতে আলাদা আলাদা করে 1কাপ করে ময়দা নিয়ে তাতে 2 টেবিল চামচ করে সাদা তেল আর পরিমান মতো নুন দিয়ে ময়েন দিতে হবে। ময়েন ভালো করে মাখিয়ে নিতে হবে।এরপর একটি ময়দার বাটিতে অল্প অল্প জল নিয়ে ময়দাটা শক্ত করে মেখে ‌নিতে হবে।অপর বাটিতে ময়দা টাতে জলের বদলে বিট্ গাজরের রস দিয়ে মেখে নিতে হবে যদি পুরো মাখতে পারা না যায়ে তবে অল্প জল দেওয়া যেতে পারে বিট্ গাজরের রস দিয়ে মাখানো ময়দা টি ও শক্ত করে মেখে নিয়ে,দটি ময়দার মন্ড গুলি 20 মিনিটের জন্যে রেখে দিতে হবে।

  2. 2

    চিনির রস বানাতে এবার আগুনে কড়াই চাপিয়ে তাতে 1কাপ চিনি আর 1কাপ জল দিয়ে ফোটাতে হবে যতক্ষন না 1টা তার হচ্ছে, 1তার হয়ে গেলে চিনির রসে পাতি লেবুর রস দিতে হবে যাতে চিনি রস ক্রিস্টাল না হয়ে যায়ে।

  3. 3

    20মিনিট হলে দুই ময়দা র মন্ড থেকে লেচি করে নিতে হবে। এবার একটা ছোটো বাটিতে ঘি ও কর্নফ্লোর মিশিয়ে একটা মিশ্রন তৈরী করে নিতে হবে। তারপর ময়দার লেচি গুলো বেলে নিতে হবে।

  4. 4

    এবার একটা এমনি ময়দার রুটি নিয়ে তার উপর ঘি আর কর্নফ্লোর এর মিশ্রন টি মাখিয়ে নিতে হবে তার বিটের রুটি দিয়ে আবার মিশ্রনটি মাখিয়ে আবার এমনি ময়দার রুটি দিতে হবে ।এই ভাবে একটি এমনি রুটি আরেকটি বিটের রুটি দিয়ে একটি উপর আরেক টি বসিয়ে স্তর তৈরী করে এবার সব গুলি কে একসাথে নিয়ে রোল এর মতো মুড়ে দিতে হবে।

  5. 5

    আবার ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। তারপর পিস্ গুলি কেআঙল দিয়ে লম্বালম্বি ভাবে চাপ দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে।

  6. 6

    সব কটা খাজা বেলা হলে ।
    আগুনে কড়াই বসিয়ে সাদা তেল ঢেলে তেল গরম হলে নিয়ানো আঁচে খাজা গুলো ভালো করে ভেজে নিতে হবে।

  7. 7

    খাজা ভাজা হলে চিনির রসে ঢুবিয়ে কিছুক্ষন রেখে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nabanita Das
Nabanita Das @cook_25166873
Instragram link: https://instagram.com/nabanita710?utm_medium=copy_link YouTube Channel link: https://youtube.com/channel/UCCrV0TvfTFpJU1YBKgkgPDw
আরও পড়ুন

Similar Recipes