পাকা আমের মালপোয়া (paka Amer malpua recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#fc
#week1
রথযাত্রাস্পেশাল
রথের সময় আমরা জগন্নাথ দেবকে ভোগ দিয়ে থাকি। জগন্নাথ দেবের একটি অতি পছন্দের খাবার হলো মালপোয়া। আমের মালপোয়া টি খেতে যেমন সুস্বাদু হয় নরম তুলতুলে।এটি রথের সময় জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করে থাকি।

পাকা আমের মালপোয়া (paka Amer malpua recipe in Bengali)

#fc
#week1
রথযাত্রাস্পেশাল
রথের সময় আমরা জগন্নাথ দেবকে ভোগ দিয়ে থাকি। জগন্নাথ দেবের একটি অতি পছন্দের খাবার হলো মালপোয়া। আমের মালপোয়া টি খেতে যেমন সুস্বাদু হয় নরম তুলতুলে।এটি রথের সময় জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করে থাকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৫জন
  1. ১কাপ ময়দা
  2. ১/২কাপ সুজি
  3. ১কাপ চিনি
  4. ১টি পাকা আম
  5. ১কাপ দুধ
  6. ১কাপ জল
  7. ১কাপ সাদা তেল
  8. ১ চা চামচ ঘি
  9. ১০টিআমন্ড বাদাম কুচি
  10. ১০টি কাজুবাদাম কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে আমের পাল্পটা বার করে ভালো করে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এবার ময়দা আর সুজি টাকে ভালো করে চেলে নিতে হবে।

  3. 3

    এবার আমের পাল্প মিশিয়ে ময়দা সুজি টাকে ভালো করে মেখে নিতে হবে।

  4. 4

    এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে।

  5. 5

    এবার ব্যাটার টা কে ১০মিনিট রেস্ট করতে দিতে হবে সুজিটা যেন ফুলে যায়।

  6. 6

    এসময় চিনি আর জল দিয়ে একটা ঘন রস তৈরি করে নিতে হবে।

  7. 7

    এবার দশ মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে ব্যাটারটা ঘন হয়ে গেছে। তখন আরো খানিকটা দুধ মিশিয়ে ব্যাটার পাতলা করে নিতে হবে।

  8. 8

    এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে আঁচ কম করে মালপোয়া গুলো একটা একটা করে ভেজে নিতে হবে।

  9. 9

    মালপোয়া গুলো গরম অবস্থা তেই চিনি রসের মধ্যে দিতে হবে।

  10. 10

    সব মালপোয়া চিনির রসে দিয়ে তুলে নিতে হবে।

  11. 11

    তারপর অপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে‌।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes