ইলিশের পাতলা ঝোল (বেগুন ও আলু দিয়ে) (Ilisher patla jhol recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

ইলিশ এমনি রুপোলি শস্য ,যে আমরা যা বানাবো তাই সুস্বাদু খাবার হয়ে যাবে,.........আমি একটু পাতলা ঝোল বানিয়েছি,বেগুন ও আলু সহযোগে।

ইলিশের পাতলা ঝোল (বেগুন ও আলু দিয়ে) (Ilisher patla jhol recipe in Bengali)

ইলিশ এমনি রুপোলি শস্য ,যে আমরা যা বানাবো তাই সুস্বাদু খাবার হয়ে যাবে,.........আমি একটু পাতলা ঝোল বানিয়েছি,বেগুন ও আলু সহযোগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জন
  1. ৯ টুকরো ইলিশ মাছ
  2. ১ টি বড়ো বেগুন
  3. ১ টি বড়ো আলু
  4. ৪ টি কাঁচা লঙ্কা
  5. ১ চা চামচ সাদা সরষে
  6. ১ চা চামচ কালো সরষে
  7. ১ চা চামচ কালো জিরে
  8. ২চা চামচ হলুদ
  9. স্বাদমতোনুন
  10. ১/২ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ইলিশ তো আমরা কেটেই এনে থাকি,সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে,আর নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর ভালো করে ভেজে নিতে হবে,আর সরষে মিক্সিতে ভালো করে মিক্স করে রাখতে হবে।

  3. 3

    বেগুন আর আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রে রাখতে হবে।

  4. 4

    কড়াইয়ে মাছ ভাজা হয়ে গেলে,কালো জীরে ফোড়ন দিয়ে আলু ও বেগুন ভালো করে ভেজে নিয়ে সরষে বাটা দিয়ে দিতে হবে,পরিমান মতো জল দিয়ে গ্যাস কমিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে।

  5. 5

    এবার নামিয়ে একটি পাত্রে রেখে পরিবেশন করতে হবে ভাতের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes