তিল বাদাম (Teel badam recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#PPS

পৌষ সংক্রান্তিতে ভোরে উঠে স্নান করে আমাদের এই তিল বাদাম খেতে দিত মা। এখন আর হয় না সেভাবে তিল বাদাম খাওয়া, তাই বানিয়ে ফেললাম নিজেই। খেতেও খুব ভালো হয়েছে।

তিল বাদাম (Teel badam recipe in bengali)

#PPS

পৌষ সংক্রান্তিতে ভোরে উঠে স্নান করে আমাদের এই তিল বাদাম খেতে দিত মা। এখন আর হয় না সেভাবে তিল বাদাম খাওয়া, তাই বানিয়ে ফেললাম নিজেই। খেতেও খুব ভালো হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 1/2 কাপসাদা তিল
  2. 50 গ্রামচিনাবাদাম
  3. 1/2 কাপগুড়
  4. 1/2 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে বাদাম গুলো ভেজে খোসা ছাড়িয়ে আধভাঙা করে নিতে হবে।

  2. 2

    এরপর সাদা তিল দিয়ে কম আঁচে 3 4 মিনিট ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার প্যানে 1/2 কাপ জল দিয়ে গরম করতে হবে, জল ফুটে উঠলে তাতে গুড় দিয়ে দিতে হবে।

  4. 4

    একটি থালাতে ঘি মাখিয়ে রাখতে হবে।

  5. 5

    গুড় ঘন গ্যাস বন্ধ করে তাতে তিল ও বাদাম দিয়ে নেড়ে ঘি মাখানো থালাতে ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    ঠান্ডা হলে থালা থেকে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Top Search in

Similar Recipes