অরিও শেক উইথ আইসক্রিম(oreo shake with ice cream recipe in Bengali)

Riya Mukherjee Mishra
Riya Mukherjee Mishra @Riddhish

অরিও শেক উইথ আইসক্রিম(oreo shake with ice cream recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫মিনিট
২জন
  1. ১২টা ওরিও বিস্কিট
  2. ১চা চামচ চিনি
  3. ২কাপদুধ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা
  4. ৪টিমিল্ক চকলেট কিউব
  5. ৪চা চামচচকলেট সিরাপ
  6. ৪কিউববরফ
  7. ৪স্কুপভ্যানিলা আইসক্রিম
  8. ২টি চেরি ছোট ছোট টুকরো করে নেওয়া

রান্নার নির্দেশ সমূহ

৫মিনিট
  1. 1

    একটা মিক্সির জারে চিল্ড দুধ, চিনি,চকলেট কিউব, ১০ টি অরিও বিস্কিট, বরফ, ২চামচ চকলেট সিরাপ দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে।

  2. 2

    এবার দুটি কাঁচের গ্লাস নিয়ে তাতে ২চামচ চকলেট সিরাপ নিয়ে ভালোভাবে গ্লাসের ভিতর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি।

  3. 3

    এবার গ্লাস এর মধ্যে ব্লেন্ড করে রাখা মিল্ক শেক ঢেলে উপর থেকে দু স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে,টুকরো করে রাখা চেরী ও বিস্কিট দিয়ে সাজিয়ে নিলেই রেডি অরীও শেক উইথ আইসক্রিম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Mukherjee Mishra
আমি রিয়া মুখার্জি মিশ্র। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, নিত্যনতুন রান্না করাটা আসলে আমার কাছে মন ভালো রাখার একটা খোরাক।
আরও পড়ুন

Similar Recipes