ফ্রায়েড রাইস (fried rice recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

#mj

ফ্রায়েড রাইস (fried rice recipe in Bengali)

#mj

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২-৩ জন
  1. ২.৫ কাপ বাসমতী চালের ভাত স্বাদ মতো নুন দিয়ে সেদ্ধ করা।
  2. ১/২ কাপ ভাপিয়ে নেওয়া মটরশুঁটি
  3. ২ টেবিল চামচ ভাপিয়ে নেওয়া বিন্স
  4. ১/২ কাপ ছোট টুকরো করে ভাপিয়ে নেওয়া ফুলকপি
  5. ২-৩ টেবিল চামচ গাজর ভাপিয়ে নেওয়া
  6. ১/২কাপকাজু+ কিসমিস+ আমন্ডস্ মিশিয়ে
  7. ২-৩ টে এলাচ ফাটিয়ে নেওয়া
  8. ৩-৪ টে ও ১ ইঞ্চিলবঙ্গ ,দারচিনি
  9. স্বাদ মতনুন মিষ্টি (চিনি টা গুঁড়ো হলে ভালো হয়)
  10. ৩ টেবিল চামচ ঘি
  11. ১/২ চা বিরিয়ানি মশলা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ঘি গরম করে প্রথমে কাজু, কিশমিশ,আমন্ড ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে।

  3. 3

    সুন্দর গন্ধ বের হলে ভাপিয়ে রাখা সমস্ত সবজি দিয়ে ভেজে নিতে হবে। সবজির পরিমাণ মতো নুন দিতে হবে।

  4. 4

    সবজি ভাজা হয়ে গেলে ভাতটা দিয়ে পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে।

  5. 5

    কাজু, কিশমিশ ও আমন্ড এই সময় মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার বিরিয়ানি মসলা ভালো করে মিশিয়ে পছন্দ মতো মাংস বা মাছের পদের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes