ফ্রাইড রাইস (fried rice recipe in Bengali)

Sabita shome
Sabita shome @cook_27708861

ফ্রাইড রাইস (fried rice recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপবাসমতী চাল
  2. 1 টি বড় গাজর
  3. 8 টিবিন্স
  4. 1/2 কাপমটরশুঁটি
  5. 1/2 কাপকাজু কিসমিস
  6. 2টেবিল চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া
  7. স্বাদমতোনুন ও চিনি
  8. 1/2 কাপঘি
  9. 2 টিতেজপাতা
  10. 2টেবিল চামচ গোটা গরম মশলা
  11. 1 চা চামচগোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে জলে তারপর জল ছেকে আলাদা করে নিতে হবে

  2. 2

    তারপর বড় পাত্রে পরিমান মতো জলে বেশি পরিমাণে নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে এবং ওই জলে গোটা গরম মসলা 1 চামচ ঘি তেজপাতা ও চাল দিয়ে সেদ্ধ করে ঝরঝরে ভাত তৈরি করে নিতে হবে

  3. 3

    ঝরঝরে ভাত তৈরি হলে একটা বড় পাত্রে ঢেলে মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত রাখতে হবে

  4. 4

    আলাদা করাতে ঘি গরম করে সবজি ও অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে

    সব রকম সবজি ছোট এবং ঝিরিঝিরি করে কেটে নিতে হবে

  5. 5

    সবজি মোটামুটি ভাজা হলে কাজু কিসমিস দিয়ে ভালো করে নেড়ে নামাতে হবে

  6. 6

    এবার একটা বড় করাতে প্রথমে ভাত তারপরে ভাজা সবজি কিছুটা আবার ভাত তারপর বাকি সবজি, জয়ফল জয়ত্রী গুঁড়া, গোলাপজল ও ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের কম আঁচে দমে রাখতে হবে 10 থেকে 15 মিনিট

  7. 7

    15 মিনিট পর গ্যাস বন্ধ করে আরও কুড়ি মিনিট রেখে দিতে হবে তারপর তৈরি ফ্রাইড রাইস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sabita shome
Sabita shome @cook_27708861

Similar Recipes