কাঁচা আম চিকেন (kancha aam chicken recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#mm
কাঁচা আম দিয়ে চিকেন এই গরমের সময় সত্যি ভীষণ ভালো লাগে।মুখের স্বাদ একদম পাল্টিয়ে যায়।আমি আজ কাঁচা আম দিয়ে চিকেন বানিয়েছি।যার স্বাদ অসাধারণ।

কাঁচা আম চিকেন (kancha aam chicken recipe in Bengali)

#mm
কাঁচা আম দিয়ে চিকেন এই গরমের সময় সত্যি ভীষণ ভালো লাগে।মুখের স্বাদ একদম পাল্টিয়ে যায়।আমি আজ কাঁচা আম দিয়ে চিকেন বানিয়েছি।যার স্বাদ অসাধারণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৪ জন।
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. 1/2কাঁচা আম বাটা
  3. ২ চা চামচ আদা বাটা
  4. ২ চা চামচ রসুন বাটা
  5. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ জিরের গুঁড়ো
  8. ১ চা চামচ ধনের গুঁড়ো
  9. ৪ টে কাঁচা লঙ্কা
  10. ২ চা চামচ ধনে পাতা
  11. ১ চা চামচ কাসুরি মেথি
  12. ১/২ কাপসর্ষের তেল
  13. ১ চা চামচ চিনি
  14. স্বাদ মতনুন
  15. প্রয়োজন মত গোটা গরম মশলা
  16. ১/২ চা চামচগুঁড়ো গরম মশলা
  17. ২ টি বড় পেঁয়াজ বাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে নিতে হবে।তার পর সব বাটা মসলা,ও গুঁড়ো মসলা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে,বাটা আমের থেকে অর্ধেক বাটা আম ও ২ চা চামচ সর্ষের তেল দিয়ে মিশিয়ে ঘন্টা খানেক রেখে দিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে,তেল গরম হলে তাতে গোটা গরম মসলা ফোরণ দিয়ে,ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে কষাতে হবে।খুব ভালো করে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে বাকি আম বাটা,ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা।এতে ঘন্ধ টা খুব সুন্দর হয়।আবার ও কষিয়ে সামান্য জল দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার দেখতে হবে চিকেন সেদ্ধ হয়েছে কিনা। আর কাসৌরি মেথি দিয়ে কষিয়ে নিতে হবে।কষিয়ে জল একদম শুকনো হয়ে আসবে এমন অবস্থায় গুঁড়ো গরম মসলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।এবার সুন্দর করে ভাত বা রুটি বা অন্য কিছুর সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Similar Recipes