ঝুরি আলু ভাজা (Jhuri aloo bhaja recipe in bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#wr

ঝুরি আলু ভাজা (Jhuri aloo bhaja recipe in bengali)

#wr

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪-৫ জন
  1. ৩ টে বড় আলু
  2. ৮-১০ টা কারিপাতা
  3. ৫০ গ্রাম চীনেবাদাম
  4. ১/২ চা চামচ বিট নুন
  5. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে আলু খোসা ছাড়িয়ে নিতে হবে । তারপর গ্রেটার দিয়ে ঘষে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে ।

  2. 2

    তারপর বেশি করে জল একটা বড়ো পাত্রে নিয়ে আলু গুলো ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    ১০-১৫ মিনিট পর জল থেকে তুলে টেপের নিচে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা সুতির কাপড়ে ওপর ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    অন্যদিকে কড়াইতে বেশি করে তেল গরম করে চীনে বাদাম গুলো ভেজে তুলে রাখতে হবে। তারপর কারিপাতা গুলো ভেজে তুলে রাখতে হবে।

  5. 5

    তারপর ঐ তেলে ঝুড়ি করে কেটে রাখা আলু গুলো অল্প অল্প করে দিয়ে মাঝারি আঁচে লাল লাল করে সব আলু গুলো ভেজে তুলে রাখতে হবে।

  6. 6

    তারপর একটা প্লেটে আলু ভাজা,কারিপাতা আর চীনে বাদাম ভাজা মিশিয়ে নিতে হবে তারপর ওপর দিয়ে বিট নুন আর লংকা গুড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes