কাবুলি চানা (kabuli chana recipe in Bengali)

Riya Rang
Riya Rang @Riya10

কাবুলি চানা (kabuli chana recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. ৪০০ গ্রামকাবলী চানা
  2. 2টোপেঁয়াজ
  3. 3 চা চামচ রসুন বাটা
  4. 3 চা চামচ আদা বাটা
  5. 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. 2 চা চামচকাবলী চানা মশলা
  7. স্বাদ মতনুন
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. পরিমাণ মততেল
  10. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  11. 2 টোটমেটো
  12. 3 চা চামচ ধনেপাতা কুচি
  13. পরিমাণ মতজল
  14. 1 চা চামচচিনি
  15. 2 টোতেজপাতা
  16. পরিমাণ মতএলাচ,দারচিনি,লবঙ্গ
  17. পরিমাণ মতশুকনো মেথি পাতা
  18. 1 চা চামচ টকদই

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে চানাকে ভাল করে জল দিয়ে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে 5-6 ঘণ্টা রেখে দিতে হবে।

  2. 2

    তারপর জানা নরম হয়ে গেলে ওর জলটাকে ঝরিয়ে নিতে হবে।
    তারপর মিক্সি এরমধ্যে পেঁয়াজ কাট করে দিতে হবে আর টমেটো কাট করে দিয়ে ভালো করে একটা পেজ বানিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর একটা পেশার কুকার নিয়ে তার মধ্যে তেল দিয়ে তেজপাতা এলাচি, লং দারচিনি সব ফোড়ন দিতে হবে।
    তারপর মসলাগুলো গরম হয়ে গেলে পেস্ট করা পেঁয়াজ আর টমেটো ওর মধ্যে দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো নুন,হলুদ,লঙ্কাগুঁড়ো কাঁচা লঙ্কা বাটা,কাবলি চানা মশলা টকদই সব দিয়ে ভালো করে কষাতে হবে।

  4. 4

    মসলা ভালো করে কষিয়ে আসলে তার মধ্যে ভেজানো চানা দিয়ে দিতে হবে দিয়ে মসলা সঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ কাবলি চানা মশলা কে কষাতে হবে।

  5. 5

    তারপর কুকার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে তিন থেকে চারটি সিটি দিতে হবে।
    তারপর গ্যাস বন্ধ করে কুকাটাএর ভাপ টা কিছুক্ষণ ভাবে রেখে দিতে হবে।

  6. 6

    কিছুক্ষণ পর কুকারের ঢাকনা খুলে তার মধ্যে গরম মসলা পাউডার একটু চিনি আর মেথি পাতা ছড়িয়ে দিতে হবে আর একটু নাড়াচাড়া করে গরম গরম পরোটা বা নান এর সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Rang
Riya Rang @Riya10

মন্তব্যগুলি

Similar Recipes