চিকেন চানা মশলা (Chicken Chana Masala recipe in Bengali)

Sandipa Sudip Saha
Sandipa Sudip Saha @cook_29523743

#saathi
বিয়েবাড়ির স্টাইলে "চিকেন চানা মশলা", যার যুগলবন্দি লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, রুটি সবার সাথেই অসাধারণ ।

চিকেন চানা মশলা (Chicken Chana Masala recipe in Bengali)

#saathi
বিয়েবাড়ির স্টাইলে "চিকেন চানা মশলা", যার যুগলবন্দি লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, রুটি সবার সাথেই অসাধারণ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৬ জন
  1. ১.৫ কাপ কাবলী চানা
  2. ১/২ কাপ সবুজ মুগডাল
  3. ১ টা বড় পেঁয়াজ মিহি করে কুচানো
  4. ১ টা ছোট+১০-১২ কোয়া +১ টুকরো+৪-৫ টা পেঁয়াজ, রসুন, ছোটো আদা আর কাঁচা-পাকা লঙ্কা - একসাথে বাটা
  5. ১ টা বড় টমেটো বাটা
  6. স্বাদ মতনুন, চিনি
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  10. ১.৫ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  11. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. ১ চা চামচ চানা মশলা গুঁড়ো
  13. ৪০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংসের ছোটো ছোটো টুকরো
  14. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  15. ১/৪ চা চামচ গোটা জিরে
  16. ১ টা+২ টো+ ৪-৫ টা+২-৩ টুকরো তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি
  17. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  18. ২ চা চামচ ধনেপাতা কুচি
  19. ১ চা চামচ রোস্টেড কসুরি মেথি গুঁড়ো
  20. ১ চিমটিবেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    কাবুলি চানা আর সবুজ গোটা মুগডাল সারারাত জলে ভিজিয়ে রেখে, প্রেসার কুকারে অল্প নুন, গোটা গরম মশলা আর এক চিমটে বেকিং সোডা দিয়ে, ২-৩ টে হুইসেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ।

  2. 2

    চিকেনের টুকরোগুলো নুন, গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ২০ মিনিট রেখে দিতে হবে ।

  3. 3

    কড়াইতে সরষের তেল গরম করে চিকেনের টুকরোগুলো দিয়ে কম আঁচে ৩-৪ মিনিট ভেজে তুলে রাখতে হবে ।

  4. 4

    ঐ তেলেই জিরে, তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কম আঁচে ভাজতে হবে...

  5. 5

    পেঁয়াজ ভালো মতো ভাজা হলে ওর মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে অল্প গরম জল দিয়ে কষাতে হবে ।

  6. 6

    এরপর ওর মধ্যে একসাথে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচালঙ্কা দিতে হবে ।

  7. 7

    এবার টমেটো বাটা দিয়ে নেড়ে চেড়ে অল্প অল্প করে গরম জল দিয়ে কম আঁচে পুরো মশলাটা খুব ভালো করে কষাতে হবে ।

  8. 8

    মশলা কষে তেল ছাড়লে ওর মধ্যে সেদ্ধ করা কাবলি চানা, সবুজ গোটা মুগডাল আর ভেজে রাখা মুরগির মাংসের টুকরো গুলো দিয়ে ৩-৪ মিনিট কষাতে হবে ।

  9. 9

    এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে ঢেকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে ।

  10. 10

    নামানোর আগে ধনেপাতা কুচি আর কসৌরি মেথি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ১ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখতে হবে ।

  11. 11

    গরম গরম লুচি বা পরোটার সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে । আমি এখানে লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sandipa Sudip Saha
Sandipa Sudip Saha @cook_29523743

মন্তব্যগুলি (5)

Similar Recipes