চিচিঙ্গা দিয়ে বড় পুঁটির ঝাল(chichinga diye boro putir jhal recipe in bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

#MM4
বর্ষা কালের একটি অন্যতম সবজি হলো চিচিঙ্গা, খুব সুস্বাদু ও পুষ্টিকর একটি সবজি, তাই আজ আমার রেসিপি বড় পুঁটি দিয়ে চিচিঙ্গার ঝাল যেটা মায়ের থেকেই শিখেছি।

চিচিঙ্গা দিয়ে বড় পুঁটির ঝাল(chichinga diye boro putir jhal recipe in bengali)

#MM4
বর্ষা কালের একটি অন্যতম সবজি হলো চিচিঙ্গা, খুব সুস্বাদু ও পুষ্টিকর একটি সবজি, তাই আজ আমার রেসিপি বড় পুঁটি দিয়ে চিচিঙ্গার ঝাল যেটা মায়ের থেকেই শিখেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ৪ টে বড়পুঁটি বা সরপুঁটি
  2. ২ টিচিচিঙ্গা
  3. ১টেবিল চামচকালো সর্ষে বাটা
  4. ২ চা চামচ সাদা সর্ষে বাটা
  5. ২ টোকাঁচা মরিচ
  6. ১০০ এম এলসর্ষের তেল
  7. ১ টেবিল চামচ কাঁচা মরিচ বাটা
  8. ২ টেবিল চামধনেপাতা কুচি
  9. ১/২ টেবিল চামচ জিরে বাটা
  10. ফোঁড়নের জন্য
  11. ১ টেবিল চামচ পাঁচফোড়ন বা কালো জিরে
  12. স্বাদ মত, নুন
  13. ১ টেবিল চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে চিচিঙ্গা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে হালকা নুন মাখিয়ে রাখুন তারপর মাছ কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই এ সরষের তেলে ভেজে নিতে হবে। ঐ তেলে পাঁচফোড়ন বা কালোজিরা ফোঁড়ন দিন।

  2. 2

    তারপর চিচিঙ্গা গুলো চিপে চিপে তেলের ওপর দিয়ে হালকা নাড়াচাড়া করে দু রকমের সর্ষে বাটা,জীরে বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করতে হবে তারপর নুন হলুদ দিতে হবে পরিমাণ মতো।

  3. 3

    তারপর ২ কাপ মতো জল দিয়ে দিতে হবে। কাঁচা মরিচ চিরে দিয়ে দিন একটু ফুটে উঠলে মাছ দিয়ে ২/৩ মিনিট পর ধনেপাতা কুচি কাঁচা সর্ষে তেল

  4. 4

    দিয়ে নামিয়ে নিন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes