ডাল মাখনি(dal makhni recipe in Bengali)

Mayuran Mitali
Mayuran Mitali @mitalis_uniquerecipe
Hyderabad

আমার পছন্দের খাবারের তালিকায় অন‍্যতম এইটি। খুবই সুস্বাদু, পুস্টিকর, সহজ এবং লোভনীয়। দরকার শুধু ঠিক ঠিক উপকরণ ও ধৈর্য্য।

ডাল মাখনি(dal makhni recipe in Bengali)

আমার পছন্দের খাবারের তালিকায় অন‍্যতম এইটি। খুবই সুস্বাদু, পুস্টিকর, সহজ এবং লোভনীয়। দরকার শুধু ঠিক ঠিক উপকরণ ও ধৈর্য্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১ কাপ খোসা ওয়ালা বিরির ডাল
  2. ১/৪ কাপ রাজমা
  3. পরিমাণ মতগোটা গরম মশলা(এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা)
  4. ১ চা চামচআদা (কুচি, বাঁটা, গুঁড়ো)
  5. ১ কাপ রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাঁটা
  6. ১ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ১/২ চা চামচ আমচুর পাউডার
  8. ১/২ কাপ মালাই
  9. ২ টেবিল চামচ সাদা তেল
  10. ২ টেবিল চামচ মাখন
  11. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  12. ১/২ চা চামচগরম মশলা পাউডার
  13. ১/২ চা চামচকসুরি মেথি
  14. ১ চা চামচ ধনে গুঁড়ো
  15. স্বাদ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে ডাল ও রাজমা ভালো করে ধুয়ে ৬-৮ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদাকুচি, কাঁচা লঙ্কা ও নুন দিয়ে ১০-১৫ মিনিট সেদ্ধ করে নিন।

  2. 2

    এবারে প্রেসারের ঢাকা খুলে আরও একটু জল দিয়ে কম আঁচে ১০-১৫ মিনিট ফুটতে দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন। এই কাজটি খুব ধৈর্য্য ধরে করতে হবে। ডাল একদম মাখামাখা হয়ে সেদ্ধ হতে হবে।

  3. 3

    এবারে অন্য একটি কড়াইয়ে তেল গরম করে সমস্ত বাঁটা মশলা ও কাশ্মীরি লঙ্কা দিয়ে তেল বেরোনো পর্যন্ত কসিয়ে নিন।

  4. 4

    এবারে কশানো মশলায় সেদ্ধ ডাল ঢেলে দিন। ধনেগুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা, কসুরিমেথি, নুন চিনি দিন। কম আঁচে নাড়তে থাকুন। পরিমান মতো জল দিন।

  5. 5

    ১০ মিনিট ফোটানোর পর মালাই ও মাখন দিন। কম আঁচে ঢাকা দিয়ে ৫ মিনিট ফুটতে দিন।

  6. 6

    আঁচ বন্ধ করে ১০ মিনিট অপেক্ষা করুন। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আরও একবার কম আঁচে ৫ মিনিট ফুটিয়ে নিন। এই পদ্ধতিতে ডালমাখনির আসল টেক্সচার আসবে।

  7. 7

    ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে গরম গরম নান বা তন্দুরি রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mayuran Mitali
Mayuran Mitali @mitalis_uniquerecipe
Hyderabad
Cooking is my passion and hobby too. I teach and learn to cook everyday! My recipes are very famous among my friends and relatives. Happy cooking!
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes