সহজ আলুর দম (Easy aloor dum recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#KS

কিডস্ রেসিপি বললে প্রথমেই মনে আসে বাচ্চাকে স্কুলে টিফিন দেওয়ার কথা। সকালের প্রচন্ড তারাহুরোতে টিফিন রেডি করে দেওয়ার জন্য চাই ঝটপট কোনো রেসিপি। আজকে আমি সেই রকমই আলুর দমের একটা রেসিপি শেয়ার করছি। আগে থেকে আলু সেদ্ধ করে রাখলে যা শুধু সকালে স্কুলের টিফিন দেওয়ার জন্য নয় বিভিন্ন সময়ে ঝটপট রান্না সারতে হলেও খুব কাজে দেবে।

সহজ আলুর দম (Easy aloor dum recipe in Bengali)

#KS

কিডস্ রেসিপি বললে প্রথমেই মনে আসে বাচ্চাকে স্কুলে টিফিন দেওয়ার কথা। সকালের প্রচন্ড তারাহুরোতে টিফিন রেডি করে দেওয়ার জন্য চাই ঝটপট কোনো রেসিপি। আজকে আমি সেই রকমই আলুর দমের একটা রেসিপি শেয়ার করছি। আগে থেকে আলু সেদ্ধ করে রাখলে যা শুধু সকালে স্কুলের টিফিন দেওয়ার জন্য নয় বিভিন্ন সময়ে ঝটপট রান্না সারতে হলেও খুব কাজে দেবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 7-8 টা মাঝারি আলু
  2. 2 টো মাঝারি টমেটো
  3. 4-5 টেকাঁচালঙ্কা
  4. 1/2 চা চামচআদা কুঁচি (খুব মিহি কুঁচি)
  5. 1/4 চা চামচগোটা জিরে
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. 2টেবিল চামচ সব্জী মশলা
  9. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. স্বাদ মত নুন ও চিনি
  11. পরিমাণ মতো সর্ষের তেল
  12. 1টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    আলু ধুয়ে খোসা ছাড়িয়ে হাফ করে কেটে সেদ্ধ করে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ করে রাখা আলুর টুকরো গুলো নুন ও হলুদ দিয়ে হাল্কা করে ভাজতে হবে।

  3. 3

    আলু অল্প ভাজা হলে তার মধ্যে আদা ও কাঁচালঙ্কা কুঁচি দিয়ে মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুঁচি দিয়ে ভালো করে ভাজতে হবে।

  4. 4

    টমেটো গলে গেলে হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, সব্জি মশলা, নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় দরকার মতো অল্প অল্প গরম জল দিয়ে কষাতে হবে।

  5. 5

    মশলা ভালো করে কষানো হয়ে গেলে প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।

  6. 6

    ভালো করে ফুটে ঝোল ঘণ হলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুঁচি ছড়িয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes