পনির বীট আলুর দম (paneer beet aloor dum recipe in Bengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253

#alu
একঘেয়ে আলুর দম খেয়ে বোর হয়ে গেছি। তাই ভাবলাম আলুর দম কে একটু নতুন রঙে ও স্বাদে কি ভাবে ভরিয়ে তোলা যায়। আলুর দমের ঝকঝকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে, গেলাম। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি।অপূর্ব টেস্টের এই আলুর দম অবশ্যই বানাবেন। এটি, লুচি পরোটা, রুটি, ফ্রায়েড রাইস ইত্যাদির সাথে পরিবেশন করতে পারেন।

পনির বীট আলুর দম (paneer beet aloor dum recipe in Bengali)

#alu
একঘেয়ে আলুর দম খেয়ে বোর হয়ে গেছি। তাই ভাবলাম আলুর দম কে একটু নতুন রঙে ও স্বাদে কি ভাবে ভরিয়ে তোলা যায়। আলুর দমের ঝকঝকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে, গেলাম। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি।অপূর্ব টেস্টের এই আলুর দম অবশ্যই বানাবেন। এটি, লুচি পরোটা, রুটি, ফ্রায়েড রাইস ইত্যাদির সাথে পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্ৰাম পনির
  2. ২ টি বড়সাইজের আলু
  3. ১ টি ছোট বিট
  4. ২ টি বড় টমেটো
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১/৪ কাপ ধনেপাতা কুচি
  7. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ চিনি
  10. ১ চা চামচ শাহী গরম মসলা
  11. ২ টেবিল চামচ ঘি
  12. পরিমাণ মত সাদা তেল
  13. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আলু খুব ভালো করে ধুয়ে, খোসা ছাড়িয়ে চৌক টুকরো করে কেটে জলে ভিজিয়ে দিতে হবে। পনির চৌক টুকরো করে কেটে নিতে হবে। বিট খোসা ছাড়িয়ে, ভালো করে ধুয়ে, গ্ৰেড করে নিতে হবে। টমেটো খুব ভালো করে ধুয়ে ঘসে নিতে হবে।

  2. 2

    একটি কড়াই গরম করে তাতে দু টেবিল চামচ সাদা তেল ও ২ টেবিল চামচ ঘি গরম করে,পনির দিয়ে,সব দিক হালকা লাল করে ভেজে তুলে একটি বাটিতে উষ্ণ গরম জল নিয়ে, জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে এতে পনির খুব নরম থাকবে।এবার এই কড়াই এর মধ্যে আরো ১ চামচ সাদা তেল দিয়ে, একটু গরম হলে আলু অল্প নুন দিয়ে ভেজে একটি ঢাকা দেওয়া পাত্রে তুলে রাখতে হবে।

  3. 3

    আলু ভাজার পর কড়াই তে যে ঘি ও তেলের মিশ্রণ থাকবে তাতে প্রয়োজন হলে আরো কিছুটা সাদা তেল দিয়ে, গরম হলে, এর মধ্যে গ্ৰেড করা বিট দিয়ে, একটু নেড়ে চেড়ে নিতে হবে । বিটের কাঁচা গন্ধ চলে গেলে এরমধ্যে ঘসে নেওয়া টমেটো দিয়ে, পরিমাণ মতো নুন ও ১/৪ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে টমেটো একেবারে পিউরিন মতো স্মুথ বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার এর মধ্যে,আদা বাটা ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ১ মিনিট নেড়ে চেড়ে, চিনি দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে ভাজা আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে, ১ কাপ পনির ভিজিয়ে রাখা জল দিয়ে, ঢাকা দিয়ে দিতে হবে। ১০ মিনিট পর ঢাকা খুলে আলু খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা চেক করে এরমধ্যে পনির দিয়ে দিতে হবে।

  5. 5

    এবার হালকা হাতে নেড়ে চেড়ে পনির খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ১ চামচ শাহি গরম মসলা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। গামাখা পর্যায়ে চলে এলে, গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে।এবার এরমধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এবার এই পনির বিট আলুর দম লুচি, পরোটা, রুটি বা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

Similar Recipes