নিরামিষ আলুর দম (niramish aloor dum recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

#ebook2
সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে সাধারণত নিরামিষ খাবার রান্না করা হয়,তাই আমি আজকে আপনাদের জন্য একটি নিরামিষ পদ নিয়ে এলাম।

নিরামিষ আলুর দম (niramish aloor dum recipe in Bengali)

#ebook2
সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে সাধারণত নিরামিষ খাবার রান্না করা হয়,তাই আমি আজকে আপনাদের জন্য একটি নিরামিষ পদ নিয়ে এলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টি বড়আলু চার‌ টুকরো করে কাটা
  2. ১ মুঠোমটরশুঁটি
  3. ২ টি বড়টমেটো
  4. ১ ইঞ্চিআদা কুচি
  5. ৩ টিকাঁচালঙ্কা কুচি
  6. ১/২চা চামচকাশ্মিরী লাল লঙ্কার গুঁড়ো
  7. ১/৫ চা চামচভাজা মশলা গুঁড়ো
  8. ১চা চামচজিরে
  9. ২টিতেজপাতা
  10. ২ টিশুকনো লঙ্কা
  11. ১ টিগোটা গরম মশলা
  12. ১/৪ চা চামচগরম মসলা গুঁড়ো
  13. পরিমাণ মতনারকেল কোরা
  14. পরিমাণ মতধনেপাতা কুচি
  15. স্বাদ মতনুন ও চিনি
  16. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু খোসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিন

  2. 2

    এবার নুন দিয়ে আলু ও মটরশুঁটি সেদ্ধ করে নিন

  3. 3

    কড়াইএ তেল গরম করে তাতে আলু দিয়ে দিন এবং ভাল করে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে

  4. 4

    আলু ভেজে তুলে রাখুন এবং আরও তেল গরম করে তাতে জিরে তেজপাতা গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন

  5. 5

    এবার টমেটো কুচি, আদা ও কাঁচামরিচ কুচি এক সাথে বেটে দিয়ে দিন

  6. 6

    মটরশুঁটি সেদ্ধ দিয়ে দিন

  7. 7

    ভালো করে কষিয়ে নিন নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিন

  8. 8

    আলু দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন

  9. 9

    পরিমাণ মত নুন ও চিনি দিয়ে মিশিয়ে নিন,ঘি ও গরম মসলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন

  10. 10

    নারকেল কোরা ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty

Similar Recipes