পাও ভাজি(Paw Vazi recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#SFR
পাও ভাজি হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। আজ আমি বাড়িতে বানিয়ে নিলাম স্ট্রিট ফুড স্টাইলে পাও ভাজি।

পাও ভাজি(Paw Vazi recipe in Bengali)

#SFR
পাও ভাজি হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। আজ আমি বাড়িতে বানিয়ে নিলাম স্ট্রিট ফুড স্টাইলে পাও ভাজি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
2 জন
  1. 2 কাপআলুর ছোটো ছোটো টুকরো
  2. 2 কাপফুলকপির টুকরো
  3. 1 কাপগাজরের টুকরো
  4. 1 কাপমটর শুঁটি
  5. 2টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  6. প্রয়োজন মতোলবণ
  7. 2টেবিল চামচ পাও ভাজি মশলা
  8. 1 চা চামচগোটা জিরে
  9. দুটো কিউববাটার
  10. 2 কাপপেয়াঁজ কুচানো
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. 2টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচানো
  13. 2 কাপটমেটো কুচি
  14. 1/2 কাপক্যাপ্সিকাম কুচি
  15. 1টিপাতিলেবু
  16. 2 টেবিল চামচ ধনে পাতা কুচি
  17. 1 চা চামচআদা রসুন বাটা

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    হাতের কাছে কিছু উপকরণ রাখলাম

  2. 2

    প্রথমে সব সবজি কুচিয়ে নিলাম। তারপর জল দিয়ে ধুয়ে নিলাম ।

  3. 3

    এরপর গ্যাস ওভেন জ্বালালাম, মাঝারি আঁচে প্রেসার কুকার বসালাম। সব সবজি ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ ও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম, ছয় টা সিটি দিয়ে নিলাম। সবজি ভালো করে গলিয়ে নিয়ে ডাল ঘুটনা করে ঘুটে নিলাম। আবার ঢাকনা বন্ধ করে নামিয়ে রেখে দিলাম।

  4. 4

    এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসালাম। কড়াই গরম হলে তেল ও বাটার ঢেলে দিলাম। তেল গরম হলে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে বাদামি রঙের হলে পেয়াঁজ কুচানো দিয়ে দিলাম। পেয়াঁজ ভাজা ভাজা হয়ে এলে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচানো সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম।

  5. 5

    সামান্য জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম,সিদ্ধ হতে দিলাম। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ডাল ঘুট না দিয়ে ঘুঁটে দিলাম। সবজির পেষ্ট টা ঢেলে দিলাম ।

  6. 6

    ভালো করে মিশিয়ে নিলাম। আমার পাও ভাজি মশলা রান্না কমপ্লিট।

  7. 7

    এবার গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে বান পাউরুটি সেঁকে নিলাম।

  8. 8

    আমার পাও ভাজি বানানো কমপ্লিট।পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes