পাও ভাজি (Pav Bhaji recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#KRC10
#week10
আমি এ সপ্তাহের ধাঁধা থেকে পাওভাজি রেসিপিটি বেছে নিয়েছি | এটি মুম্বাই স্ট্রীট ফুডের একটি জনপ্রিয় রেসিপি | এটি করা বেশ সহজ , ঘরোয়া উপাদানেই তৈরী | আর স্বাদেও অতুলনীয়| এখানে কোন ফুড কালার ব্যবহৃত হয় নি । মশলাটাও ঘরেই তৈরী করা হয়েছে |

পাও ভাজি (Pav Bhaji recipe in Bengali)

#KRC10
#week10
আমি এ সপ্তাহের ধাঁধা থেকে পাওভাজি রেসিপিটি বেছে নিয়েছি | এটি মুম্বাই স্ট্রীট ফুডের একটি জনপ্রিয় রেসিপি | এটি করা বেশ সহজ , ঘরোয়া উপাদানেই তৈরী | আর স্বাদেও অতুলনীয়| এখানে কোন ফুড কালার ব্যবহৃত হয় নি । মশলাটাও ঘরেই তৈরী করা হয়েছে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৪ জন
  1. ২টি বড় আলু
  2. ১/২ কাপবিন্স
  3. ১/২ কাপ মটরশুঁটি
  4. ১টা ছোট ক্যাপ্সিকাম
  5. ১টা গাজর
  6. ২টি টমেটো
  7. ২টি পেঁয়াজ কুচি
  8. ১ চা চামচ রসুন বাঁটা
  9. ১ চা চামচ আদা বাঁটা
  10. প্রয়োজন মতনুন
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  12. ১/২ চা চামচ ধনে গুঁড়া
  13. ১/২ চা চামচ জিরা গুঁড়া
  14. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
  16. ১/২ চা চামচ গরম মশলা
  17. ১/২ চা চামচ আমচূর পাউডার /চাট মসলা
  18. ৫চা চামচ মাখন
  19. ১ চা চামচ সাদা তেল
  20. ৪-৫ টা কাঁচা লঙ্কা কুচি
  21. ৩ চা চামচ ধনে পাতা কুচি
  22. ৪টে পাও
  23. ১টা পাতিলেবু
  24. ১ চা চামচ কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    আলু বীনস, মটরশুটি,গাজর, ক্যাপ্সিকাম,টমেটো ধুয়ে ছোট টুকরা করে নিতে হবে | তারপর ১ চা চামচ নুন ও সামান্য জল দিয়ে সেগুলি সেদ্ধ করতে প্রেসারে বসাতে হবে |
    ২/৩টা সিটি দিয়ে নামিয়ে সবজি ম্যাশার বা হাতায় করে চেপে চেপে সেদ্ধ সবজি গুলি ম্যাশ করে নিতে হবে |সবজি সেদ্ধর জল দরকার হলে ব্যবহার করা হবে |

  2. 2

    পাওভাজি মশলা তৈরী করার জন্য একটা বাটিতে, হলুদ, ধনে, জিরা পাউডার, লংকাও গোলমরিচ গুঁড়া, গরম মশলা, আমচূর পাউডার মিশিয়ে রাখতে হবে |

  3. 3

    প্যানে ২ চা চামচ মাখন ১ চা চামচ সাদা তেল দিয়ে ১টা পেঁয়াজ কুচি, ২/৩টা কাঁচা লংকা দিয়েভাজতে হবে ৷এবার তাতে একে একে রসুন বাঁটা,আদাবাঁটা, পাওভাজি মশলা দিতে হবে | সামান্য সবজিসেদ্ধ জল দিতে হবে ৷

  4. 4

    লো ফ্লেমে মশলা কষানো হলে ম্যাশ করা সবজি দিয়ে ভালো মত কষাতে হবে ৷এবার নুন দেখে ঢাকা খুলে লো- ফ্লেমে রান্নাটা করতে হবে| ১৫-২০ মিনিট পর জল শুকিয়ে এলে ধনেপাতা কুচি, লেবুর রস মিশাতে হবে |

  5. 5

    শুকনো. চাটুতে কসূরী মেথি নেড়ে এবার সেটা হাতে ডলে ঐ ভাজির মধ্যে মেশাতে হবে ।তৈরী হয়ে গেল পাও এর ভাজি |

  6. 6

    এবার পাও রেডি করার পালা | পাওগুলো মাঝখানে কেটে নিতে হবে ৷ফ্রাইং প্যানে ৩ চা চামচ মাখন গলিয়ে তাতে ১ চা চামচ কাশ্মিরী লংকা গুঁড়া, গরম মশলা,ধনেপাতা কুচি দিয়ে চার দিকে ছড়িয়ে ব্রেডগুলো ১মিনিট টোস্ট করতে হবে | উল্টো দিকটাও ঐ মাখন বুলিয়ে নিতে হবে | তৈরী হয়ে গেল সুস্বাদু পাওভাজির পাওগুলি |

  7. 7

    এবার পরিবেশন পর্ব |প্লেটে টোস্ট করা পাও / ব্রেড দিয়ে পাশে ভাজি দিতে হবে | স্বাদ বাড়ানোর জন্য ভাজির উপর ধনে পাতা ওকাঁচালংকা কুচি দিতে হবে |
    ভাজির পাশে পেঁয়াজের কুচি ও পাতিলেবুর টুকরা দিয়ে পরিবেশন করতে হবে ৷মুম্বাই স্ট্রীটফুড স্টাইলে এই পাওভাজি দেখতে যেমন ভালো,খেতেও তেমনি লোভনীয় | তো বন্ধুরা, দেরী কেন,রেসিপিটি ভাল লাগলে আজই ট্রাই করুন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes