রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 1 কাপফুলকপি ছোটো ছোটো টুকরো
  2. 1 কাপগাজর ছোটো টুকরো করে
  3. 1 কাপমটরশুঁটি
  4. 1 কাপ ক্যাপ্সিকাম ছোটো টুকরো করে
  5. 1টি বড়ো আলু সেদ্ধ
  6. 1টি মাঝারি পেঁয়াজ কুচি
  7. 1টি বড়ো টমেটো কুচি
  8. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. 150 গ্রামবাটার/ মাখন
  10. 11/2চা চামচ লংকা গুঁড়ো
  11. 4টি পাও ব্রেড
  12. 3টেবিল চামচ পাও ভাজি মশলা
  13. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি, গাজর, মটরশুঁটি ও ক্যাপ্সিকাম ধুয়ে 1 1/2 কাপ জল দিয়ে কুকারে 4 সিটি দিতে হবে। একটি বড় বাটিতে সেদ্ধ সবজি নামিয়ে পটেটো ম্যাসার দিয়ে ম্যাস করে নিতে হবে । তাতে আলু সেদ্ধটিও ম্যাস করে নিতে হবে ।

  2. 2

    গ্যাসে প্যান বসিয়ে তাতে 2 চা চামচ বাটার দিয়ে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে নাড়তে হবে । টমেটো গলে গেলে তাতে পরিমাণমতো নুন ও লংকা গুড়ো ও 2 চা চামচ পাও ভাজি মশলা দিয়ে নেড়ে ম্যাস করা সবজি দিয়ে একটু নেড়ে আবার 2 3 চা চামচ বাটার দিতে হবে । প্রয়োজনে জল দিতে হবে ।

  3. 3

    ভাজি ঘন হলে তাতে ধনেপাতা কুচি, 1 চা চামচ বাটার ও কিছুটা পাও ভাজি মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার আরেকটি প্যানে 1 চা চামচ বাটার দিয়ে তাতে সামান্য পাও ভাজি মশলা ও সামান্য লংকা গুড়ো দিয়ে পাও ব্রেড মাঝখানে কেটে বাটারে সেঁকে নিতে হবে ।

  5. 5

    তৈরি মহারাষ্ট্রের ফেমাস পাও ভাজি । লেবু, পেঁয়াজ কুচি সহযোগে পরিবেশন করতে হবে ।খেতে খুব টেস্টি এই পাও ভাজি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes