গাঙ ট্যাংরার ঝাল

Payal Saha
Payal Saha @cook_12713267
India

এটি একটি চিরাচরিত বাঙালি সাইড ডিশ। এটি খুবই সুস্বাদুকর ও লোভনীয় পদ। এটি স্বাস্থ্য এর পক্ষে বিশেষকরে অসুস্থদের জন্য খুবই উপকারী।

গাঙ ট্যাংরার ঝাল

এটি একটি চিরাচরিত বাঙালি সাইড ডিশ। এটি খুবই সুস্বাদুকর ও লোভনীয় পদ। এটি স্বাস্থ্য এর পক্ষে বিশেষকরে অসুস্থদের জন্য খুবই উপকারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট লাগবে
৪ জনের জন্য পরিবেশিত
  1. ২৫০ গ্রামগাঙ ট্যাংরার ঝাল
  2. ১ টিমাঝারী মাপের আলু
  3. ১০-১২ টিবিন
  4. ১ টিলম্বা বেগুন
  5. ৭-৮ টিকাঁচা লঙ্কা
  6. ১০-১২ টিবড়ি
  7. আধা বড় চামচকালোজিরা
  8. দেড় বড় চামচহলুদ গুঁড়ো
  9. আধা বড় চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  10. ৪-৫ বড় চামচসর্ষের তেল/ভেজিটেবল তেল
  11. ১ বড় চামচময়দা/কর্নস্টার্চ
  12. স্বাদমতনুন
  13. জল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট লাগবে
  1. 1

    প্রথমে মাছ খুব ভালোকরে জলে ধুয়ে নিন, নয়ত খুব বাজে গন্ধ বেরোবে। মাছ ১ বড় চামচ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মেখে আধা ঘন্টা ম্যারিনেট করুন।

  2. 2

    বেগুন, বিন, আলু মোটামুটিভাবে কাটুন। কাঁচা লঙ্কা চিরে নিন।

  3. 3

    কড়া আঁচে কড়াইতে তেল দিয়ে গরম করুন। তেল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে দিন। এবার মাছের টুকরোগুলো দিন। একসাথে বেশি মাছ তেলে ছাড়বেন না। নয়ত মাছগুলো ওল্টাতে গিয়ে ভেঙ্গে যেতে পারে। এবার কড়াই ঢেকে দিন এবং আঁচ বাড়িয়ে দিন। এক মিনিট পর আঁচ কমিয়ে ঢাকা খুলে দিন। এবার মাছগুলো তুলে নিন। এবার বাকি মাছগুলো এভাবে ভাজুন। এরপর বড়ি ভাজুন।

  4. 4

    ওই একই তেলে কালোজিরা ফোরণ দিন, এরপর সমস্ত সবজি দিয়ে নাড়ুন। এবার নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো মেশান। সবজি নরম হওয়া অবধি মাঝারী আঁচে রাঁধুন।

  5. 5

    এবার জল দিয়ে ফোটান। ফুটতে শুরু করলে মাছগুলো ও বড়িগুলো দিয়ে দিন।

  6. 6

    ছোট বাটিতে জলে ময়দা বা করনস্টার্চ গুলে নিন এবং ঝোলে ঢেলে দিন। ফুটে ঝোল ঘন হয়ে এলে ২-৩ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত ও গন্ধরাজ লেবু সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payal Saha
Payal Saha @cook_12713267
India

মন্তব্যগুলি

Similar Recipes