মেথির পরোটা

Anwesha Das
Anwesha Das @cook_15990072

মেথির পরোটা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ আঁটিমেথি
  2. সামান্যনুন
  3. ২কাপময়দা
  4. পরিমাণ মতো গরম জল
  5. ৪ চা চামচ তেল -

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মেথি পাতাকে ভালো করে ধুয়ে একদম মিহি করে কেটে নিতে হবে

  2. 2

    ময়দা,নুন ও ২ চামচ মতো তেল দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে

  3. 3

    মেথি পাতা ময়দার মধ্যে দিয়ে ভালো করে ঢেসতে হবে ।

  4. 4

    জল খুব সামান্য দিতে হবে কারন মেথি থেকে জল বেরোবে ঢেসতে ঢেসতে

  5. 5

    ময়দা নরম করে মাখা হয়ে গেলে ১ চামচ মতো তেল মাখিয়ে ৫-১০ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো

  6. 6

    তারপর লেচি করে গোল আকারে বেলে চাটুতে অল্প তেল দিয়ে ২ দিক ভেজে নেবো

  7. 7

    গরম গরম পরিবেশন করুন সকালের জলখাবারে বা রাতের ডিনারে আচার ও রায়তার সাথে

  8. 8

    মেথি কাটার জন্য চপারে্র ব্যবহার করা যেতে পারে । ময়দার জায়গায় আটা ও ব্যবহার করতে পারেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anwesha Das
Anwesha Das @cook_15990072

মন্তব্যগুলি

Similar Recipes