মোগলাই পরোটা

Samhita Gupta
Samhita Gupta @cook_15453458

#সুস্বাদ

মোগলাই পরোটা

#সুস্বাদ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০০গ্রাম ময়দা
  2. ২টো ডিম
  3. ১কাপ বিস্কুটের গুঁড়ো
  4. ১টা বড় পেঁয়াজকুচি
  5. ১০-১২ কোয়া রসুনকুচি
  6. ১ইঞ্চি আদাকুচি
  7. ৭-৮টা কাঁচালঙ্কা কুচি
  8. পরিমাণমতো নুন ও চিনি
  9. প্রয়োজন মতো সাদাতেল
  10. ২টো আলুসেদ্ধ
  11. ১টা টম্যাটো
  12. ১চিমটি হলুদগুঁড়ো
  13. ২চা চামচ লঙ্কাগুঁড়ো
  14. ১/২চা চামচ পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দাতে নুন,তেল,সামান্য চিনি ও জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এবারে আলুসেদ্ধ ছোট টুকরো করে কেটে কড়াইতে সামান্য তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিতে হবে।

  3. 3

    ফোড়ন ভাজা হলে তাতে আলুর টুকরো দিয়ে হলুদগুঁড়ো,লঙ্কাগুঁড়ো, নুন,টম্যাটো কুচি সব দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এবারে একটা ফ্রাইপ্যানে একটু তেল গরম করে তাতে পেঁয়াজকুচি, রসুনকুচি,আদাকুচি, লঙ্কাকুচি সব দিয়ে একটু নেড়ে তাতে বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবারে ঐ ফ্রাইপ্যানেই একটু বেশি করে তেল গরম করতে হবে।

  6. 6

    অন্যদিকে ময়দা থেকে লেচি কেটে রুটির মতো বেলে তারমাঝে বিস্কুটের গুঁড়োর পুর দিয়ে আর একটা ডিম ভেঙে একসঙ্গে মিশিয়ে চারপাশ টা ভালো করে মুড়ে তেলে দিতে হবে।

  7. 7

    তারপর কম আঁচে লালচে করে দুপিঠ টা ভেজে মাঝখান থেকে কেটে তুলতে হবে।

  8. 8

    তারপর আলুর তরকারির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samhita Gupta
Samhita Gupta @cook_15453458

মন্তব্যগুলি

Similar Recipes