ক্যাজুন পটেটো

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#ক্যাজুন পটেটো। এটা একটা স্টাটার আইটেম। অপ্ল উপকরণ ও অল্প সময় লাগে রান্না করে।

ক্যাজুন পটেটো

#ক্যাজুন পটেটো। এটা একটা স্টাটার আইটেম। অপ্ল উপকরণ ও অল্প সময় লাগে রান্না করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

8-9 মিনিট
2 জন
  1. 7 টা ছোট আলু সেদ্ধ
  2. 2 চা চামচ পেঁয়াজ কুচি
  3. 1 চা চামচধনে পাতা কুচি
  4. 1 চা চামচ টম্যাটো সস
  5. 1/2 চা চামচ গোল মরিচ গুঁড়ো
  6. 3 চা চামচ সাদা তেল
  7. পরিমান মতোনুন
  8. 1/4 চা চামচ কাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

8-9 মিনিট
  1. 1

    আলু সেদ্ধ করে নিতে হবে। খোসা না ছড়িয়ে আরে কেটে নিয়ে হাত দিয়ে একটু চেপে ফাটিয়ে দিতে হবে। ওপর থেকে নুন ছড়িয়ে দিতে হবে।

  2. 2

    তারপর ফ্রাই প্যানে তেল গরম করে আলু গুলো লালচে করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    অল্প তেলে 30 সেকেন্ড পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিতে হবে। তারপর মেয়োনিজ, ধনে পাতা, গোল মরিচ গুঁড়ো, সস, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ মিশিয়ে নিতে হবে। একটা করে ভাজা আলু মেয়নিজ এ ডুবিয়ে/ ডিপ করে প্লেট সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন্তব্যগুলি

Similar Recipes