চাউমিনের সিঙাড়া (Chowmein singara recipe in Bengali)

Soma Bhattacharjee
Soma Bhattacharjee @soma91_rannabanna

চাউমিনের সিঙাড়া (Chowmein singara recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জনের জন্য
  1. ৫০০গ্রামময়দা-
  2. ১প্যাকেটচাউমিন সিদ্ধ করে রাখা
  3. ২টিখোসা ছাড়ানো সিদ্ধ আলু
  4. ১ টিপেঁয়াজ কুচি বড়ো
  5. ৪টিকাঁচা লঙ্কা কুচি
  6. ৫০গ্রামধনেপাতা কুচি
  7. ২ টেবিল চামচআদা কুচি
  8. ২ চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১ চা চামচধনেগুঁড়ো
  11. ১ চা চামচজিরে গুঁড়ো
  12. ১ চা চামচগরম মশলা গুঁড়ো
  13. ১ চা চামচচাট মশলা
  14. ৫০ গ্রাম মতনশুকনো খোলায় ভাজা চিনে বাদাম গুঁড়ো
  15. ২ চা চামচপাতিলেবুর রস
  16. ২ চা চামচআমচুর পাউডার
  17. পুর সহ সিঙাড়া আটকানোর জন্য লবঙ্গ - ৬ টি মতো
  18. ২ খানাডিম
  19. পরিমাণ মতনব্রেড ক্রাম্বস্
  20. স্বাদ মতোনুন
  21. স্বাদ মতোচিনি
  22. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ° প্রথমে ময়দা ভালো ভাবে মেখে রেখে দিতে হবে।

  2. 2

    ° তারপরে এক প্যাকেট চাউমিন অল্প নুন দিয়ে সিদ্ধ করে রাখতে হবে।

  3. 3

    ° দুটি খোসা ছাড়ানো সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে।

  4. 4

    ° তারপরে ম্যাশ করা আলুর সঙ্গে সিদ্ধ করে রাখা চাউমিন, একটি বড়ো পেঁয়াজ কুচি, দু টেবিল চামচ আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, দু চা-চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, অর্ধেক চা-চামচ হলুদ গুঁড়ো, এক চা-চামচ ধনে গুঁড়ো, এক চা-চামচ জিরে গুঁড়ো, এক চা-চামচ গরম মশলা গুঁড়ো, এক চা-চামচ চাট মশলা, ৫০ গ্রাম মতন শুকনো খোলায় ভেজে রাখা চিনে বাদাম কুচি, পরিমাণ মতন নুন ও চিনি দিয়ে ভালো করে মেশাতে হবে এবং এর সাথে দু চা-চামচ পাতিলেবুর রস এবং দু চা-চামচ আমচুর পাউডার মিশিয়ে ভালো করে মাখতে হবে।

  5. 5

    ° এরপর পুর টা কড়াইতে কিঞ্চিৎ সাদা তেল গরম করে একটু নেড়েচেড়ে নিতে হবে।

  6. 6

    ° এরপর মাখা ময়দা থেকে লেচি কেটে বেলে ভিতরে চাউমিনের পুর ভরে সিঙাড়ার আকৃতি দিতে হবে।

  7. 7

    ° তারপর ডিম দুটি ফেটিয়ে ঐ উপরিউক্ত সিঙাড়া গুলি ডিমের ব্যাটারে ডুবিয়ে, ব্রেড ক্রাম্বস্ মাখিয়ে ডুবো তেলে ভেজে তুললেই প্রস্তুত গরম গরম চাউমিনের সিঙাড়া। শসা, গাজর, টমেটো ও কাঁচা-পাকা লঙ্কা সহযোগে মনের মতো গার্নিশিং করে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Bhattacharjee
Soma Bhattacharjee @soma91_rannabanna

মন্তব্যগুলি (2)

Soma Bhattacharjee
Soma Bhattacharjee @soma91_rannabanna
অবশ্যই পাবেন, পাশে থাকবেন, অনেক ধন্যবাদ 🙏💕

Similar Recipes