চটপটা  পালং পকোড়া উইথ পিনাটস চাটনি

Puja Majumder
Puja Majumder @cook_16621438

#ট্যুইস্টঅফটেস্ট
#মাইমিস্ট্রিবক্স

চটপটা  পালং পকোড়া উইথ পিনাটস চাটনি

#ট্যুইস্টঅফটেস্ট
#মাইমিস্ট্রিবক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০গ্ৰাম পালং শাক বাটা
  2. ২৫০গ্ৰাম সাদা তেল
  3. ১০০গ্ৰাম চালের গুঁড়া
  4. ১০০গ্ৰাম বিউলির ডাল বাটা
  5. ১০০গ্ৰাম চিড়ে
  6. ১০০গ্ৰাম টক দই
  7. ৫০গ্ৰাম ময়দা
  8. স্বাদ মত নুন
  9. ১৫০গ্ৰাম চিনেবাদাম কুচি
  10. স্বাদ মতচিনি
  11. ২টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
  12. ১০গ্ৰাম কারিপাতা
  13. ২টেবিল চামচ সাদা সর্ষে
  14. ২ টেবিল চামচ চারমগজ
  15. ২টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
  16. ২টেবিল চামচ পোস্ত
  17. ৫গ্ৰাম গোটা কালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বিউলির ডাল ১ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে হবে। তারপর একটা পাত্রে চালের গুঁড়া, বিউলির ডাল বাটা,চিড়ে, কারিপাতা,পালং শাক বাটা,নুন, টক দই, চিনি, কাঁচালঙ্কা বাটা, ময়দা, চিনেবাদাম একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

  2. 2

    তারপর কড়াই তে তেল দিয়ে তাতে গোল গোল করে পকোড়ার মত ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    একটা বাটিতে ১০০গ্ৰাম বাদাম, সাদা সর্ষে,পোস্ত,চারমগজ, কাঁচা লঙ্কা একসঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    সবকিছু একসঙ্গে বেটে নিতে নিতে।

  5. 5

    কড়াই তে তেল দিয়ে তাতে কালো জিরে ফোঁড়ন দিয়ে তারমধ্যে বাটা মিশ্রন,নুন চিনি, সামান্য জল সব দিয়ে কসিয়ে নিতে হবে। তারপর চটপটা পালং পকোড়া দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Puja Majumder
Puja Majumder @cook_16621438

মন্তব্যগুলি

Similar Recipes