ফিউসন্ রোল
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আমরা পুর তৈরী করে নেব। তারজন্য কাবলি ছোলা, গাজর ও ওটস্ মিক্সিতে মিক্স করে নিন।
- 2
এবার কড়াইয়ে ২ চামচ সাদা তেল দিন। গরম হলে চিনেবাদাম গুলো ভেজে নিন ও আগের মিক্স টা দিয়ে দিনও ভালো করে নেড়েচেড়ে নিন তেলে।
- 3
এবার নুন,হলুদ গুঁড়া, জিঁরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, চিলি ফ্লেক্স ও মরিচ গুঁড়া দিয়ে দিন একে একে। এবার ভালো করে সব মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নিন।
- 4
নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মিক্স টা একটা মণ্ডের মতন হয়ে যাচ্ছে তখন বুঝবেন পুর টা তৈরী হয়ে গেছে। পুর টা ওভেন থেকে থেকে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করতে রাখুন।
- 5
এবার বানাবো হোয়াইট সশ্। অন্য একটা প্যান নিন তাতে মাখন দিন। মাখন গলে গেলে ময়দা দিয়ে সমানে নাড়তে থাকুন। যেন ময়দা ভালো ভাবে মিশে যায় মাখন এর সাথে। এবার দুধ মেশান ও ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করুন সমানে।
- 6
এবার গ্রেট করা চিজ, চিলি ফ্লেক্স, ও সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
- 7
এবার পালং শাক ও গোল মরিচ এর গুঁড়া দিয়ে নাড়াচাড়া করলেই হোয়াইট সশ্ তৈরী।একটা প্লেটে নামিয়ে নিন।
- 8
এবার আমরা রোল বানানোর ব্যাটার টা তৈরী করব। একটি পাত্রে পাকা কলা, চিনি ও দুধ ভালো করে মিশিয়ে নিন। তারপর ভ্যানিলা এসেনস্ ও সাদা তেল ১ চামচ দিয়ে মিশিয়ে নিন।
- 9
এবার ঐ মিশ্রনে একটু একটু করে ময়দা মেশান ও ভালো করে ফেটিয়ে নিন।শেষে বেকিং পাওডার মিশিয়ে নিলেই ব্যাটার তৈরী।এবার ভাজার পালা।
- 10
একটি নন্ ষ্টিক্ পাত্রে ১/২ চামচ তেল দিন ও গরম হলে ১ হাতা ব্যাটার দিয়ে দিন। ২ মিনিট একদম কম আঁচে রাখুন। এরপর এক দিক ভাজা হয়ে গেলে উলটে দিয়ে অন্য পিঠ টা ভেজে নিন আরও ১ মিনিট মতন। এভাবে সব কটা রোল ভেজে নিন।
- 11
এবার একটা রোল নিন আর হোয়াইট সশ টা ভালো করে লাগিয়ে নিন। তারপর যে পুর টা বানিয়ে রাখা ছিল সেটা বেশ খানিকটা মাঝখানে দিন।
- 12
এবার গোল করে রোল করে নিন। আর গরম গরম পরিবেশন করে দিন আরো একটু হোয়াইট সশ্ সহযোগে।
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
-
-
-
ম্যাজিকাল বেবি মোমো ইন হোয়াইট সস
#ফেমাসফাইভ#মাইমিস্ট্রিবক্সআমি আমার রেসিপি তে মিস্ট্রিবক্স থেকে চারটি উপকরণ নিয়েছি পালং শাক,কাবলি চানা, চীজ আর চিনেবাদাম। এই রেসিপিটি খেতে অসাধারন হয় এটি আমার নিজস্য একটি রেসিপি এটি স্টার্টার হিসেবে অনায়াসে খাওয়া যেতেই পারে। Paramita Chatterjee -
ছোলে স্টাফড পরাঠা
#পাঁচতারাপাকশালা#মাইমিস্ট্রিবক্সপরাঠা আমাদের অতি পরিচিত এবং নিত্য দিনের একটি খাবার। এই পরাঠা টি মূলত কাবলি ছোলা ও পালং শাক দিয়ে বানানো। ছোলাতে যেমন যথেষ্ট পরিমানে ফাইবার ও মিনারেলস রয়েছে ঠিক তেমনি পালং শাকে ক্যালসিয়াম ও ভিটামিনে ভরপুর। সব ধরনের মানুষ এই পরাঠাটি গ্রহন করতে পারবে। চিজ ব্যবহারের জন্যে বাচ্চারা ও খুব আনন্দ করে খেতে পারবে। Ankita Basu Saha -
-
চীক-পিস্ বানানা প্যান কেক উইথ ক্রানচি পিনাট টপিংস
#ট্যুইস্টঅফটেস্ট#মাইমিস্ট্রিবক্স Rupali Roy Chowdhury -
ক্রান্চি স্পীন্যাচ স্যালাড্ উইথ ক্যারামেলাইজড্ বনানা
#টুইস্টঅফটেষ্ট#মাইমিস্ট্রিবক্স Rupali Roy Chowdhury -
-
চীজ স্টাফিং চিক পি(কাবলি ছোলা) কবাব উইথ স্পিন্যাচ সস্
#পঞ্চব্যঞ্চন#মাইমিস্ট্রিবক্স Anita Chatterjee Bhattacharjee -
-
-
-
-
পিনাট-পালক-চীজ মাফিন
#পাঁচতারাপাকশালা#মাইমিস্ট্রিবক্স মিষ্টি মাফিন আমরা সবাই ভালোবাসি। কিন্তু, বাচ্চাদের ও বড়দের যদি এই পুষ্টিকর মাফিন বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। Sampa Banerjee -
চিজি প্রন কাটলেট উইথ স্পিনাচ হুমুস
#পঞ্চরত্ন#মাইমিস্ট্রিবক্সমিস্ট্রিবক্স থেকে আমি চারটে জিনিস পছন্দ করেছি সেটা হল কাবলি ছোলা চিনেবাদাম পালংশাক ও চিজ Juthika Ray -
-
-
-
-
-
কলা বাদামের মালপোয়া
#পঞ্চবটি#মাইমিস্ট্রিবক্সএই মিষ্টিটি অতিথি আপ্যায়নে সাহায্য করবে Moumita Adhikary Bhowmik -
চিকপিজ চিজি বাইট ইন পিনাট সস্
#পঞ্চকন্যারহেঁশেল#মাইমিস্ট্রিবক্সচিজ এর পুরটা আমার নিজের ভাবনা। খুব সুস্বাদু হয়েছে। Sanchita Das -
চীজী চিকেন স্পিনাচ এনভেলপ
"#রাধুনিরপাচকাহন"#মাইমিস্ট্রিবক্সমিস্ট্রিবক্স থেকে আমি ৩ টে উপকরন দিয়ে আমার রেসিপি টি তৈরি করেছি। যে ৩ টে উপকরন আমি ব্যবহার করেছি আমার রেসিপি তে সেগুলো হোলো চীজ , চীনে বাদাম ও পালং শাক।আপনারা এটা স্টার্টার অথবা প্রধান পদ হিসেবে খেতেই পারেন । যে কোনো পার্টি তে আপনি এই পদ টি রান্না করে অনায়াসেই চমকে দিতে পারেন। Priyanka Barua Chakraborty -
-
-
চিকপেয়া নাটি-স্পিনাচ্ পার্সেল উইথ চীজ ডিপ
#হেঁসেলেরগল্পকথা#মাইমিস্ট্রিবক্সমাস্টারশেফের দেওয়া মিস্ট্রিবক্স চ্যালেঞ্জ প্রতিযোগিতায় আমি 4টি উপকরণ অর্থাৎ পালং শাক, কাবলি ছোলা, চীজ ও চিনাবাদাম পছন্দ করে এই পদ বানিয়েছি। BR -
-
-
সবুজ চানা মসলা
#আমাদেরহেঁসেল#মাইমিস্ট্রিবক্সশেফ এখানে 5টি উপাদান দিয়েছেন (কাবলি ছোলা ,চীজ ,কলা, পালং শাক ,চীনাবাদাম )এর মধ্যে আমি 2টি উপাদান বেছে নিয়েছিপালং শাক, আর কাবলি ছোলাপালং শাক অত্যন্ত প্রয়জোনিও একটি শাক।প্রতি 100গ্রাম পালং শাকের মধ্যে 2.9গ্রাম প্রোটিন আছে। তানিয়া সাহা
More Recipes
মন্তব্যগুলি