এগ চিকেন ফ্রাইড রাইস

Saurav Chatterjee
Saurav Chatterjee @cook_16260674

এগ চিকেন ফ্রাইড রাইস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপভাত
  2. 1 টা পেঁয়াজ কুচি
  3. 1/2 কাপচিকেন কুচি
  4. 1 টা ডিম
  5. 1 টেবিল চামচ আদা রসুন কুচি
  6. স্বাদমতো নুন
  7. পরিমান মত তেল
  8. 1 টেবিল চামচ সোয়া সস
  9. 1 টা কাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন সামান্য গোলমরিচ আর নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    একটা ডিম আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে ডিমের ভূর্জি বানিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইতে সাদা তেল গরম করে তাতে প্রথমে আদা-রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে।

  5. 5

    এবার ভাত স্বাদমতো নুন গোলমরিচ গুঁড়ো ডিমের ভূর্জি ও ভেজে রাখা চিকেনের পিস গুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করতে হবে।

  6. 6

    দু মিনিট পর নামিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saurav Chatterjee
Saurav Chatterjee @cook_16260674

মন্তব্যগুলি

Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
ভালো হয়েছে
আমার রেসিপি গুলো ভালো লাগলে কমেন্ট করবেন আর পারলে অনুসরন করবেন।

Similar Recipes