এগ চিকেন ফ্রাইড রাইস রোল(Egg Chicken Fried Rice roll recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

#ক্যুইক ফিক্স ডিনার

এগ চিকেন ফ্রাইড রাইস রোল(Egg Chicken Fried Rice roll recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২কাপ বিন্স কুচি
  2. ১/২ কাপ গাজর কুচি
  3. ১/২ কাপ ক্যাপ্সিকাম কুচি
  4. ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  5. ১৫০ গ্রাম বোন লেস চিকেন
  6. ১ বাটি ভাত
  7. পরিমান মতোময়দা মাখা
  8. ১ চা চামচ ভিনিগার
  9. ১ চা চামচ সোয়া সস
  10. ১ চা চামচ আদা রসুন বাটা
  11. ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  12. ২ চা চামচ রসুন কুচি
  13. ২ টি ডিম
  14. ১ টা পেঁয়াজ কুচি
  15. স্বাদ অনুসারেলবণ
  16. পরিমাণ মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। ভাত আগে থেকে রান্না করে নিতে হবে।

  2. 2

    ডিম ফেটিয়ে এক চা চামচ তেল গরম করে সামান্য লবণ যোগ করে ভূজিয়া বানিয়ে নিতে হবে। এবং একটা পাত্রে সামান্য জল গরম করে তার মধ্যে স্বাদ মতো লবণ ও আদা রসুন বাটা এবং সামান্য গোল মরিচ গুঁড়ো মিশিয়ে চিকেন সিদ্ধ করে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে তেল গরম করে রসুন কুচি ও আদা রসুন বাটা দিয়ে সামান্য ভেজে নিয়ে কুচানো সব্জি ও সোয়া সস দিয়ে হালকা ভেজে নিতে হবে

  4. 4

    এবং ভিনিগার দিয়ে তার মধ্যে সিদ্ধ করা চিকেন ও ডিমের ভূজীয় দিয়ে মিশিয়ে গোল মরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ভাত ও স্বাদ অনুসারে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে

  6. 6

    এবার ময়দা লেচি কেটে পাতলা করে বেলে হাল্কা একদম কম আঁচে দুই দিকে সামান্য সেকে নিয়ে চার কোন করে করতে মাঝখানে ভাতের পুর ভরে নিতে হবে।

  7. 7

    এবং একটা পাত্রে এক চামচ ময়দা সামান্য জল মিশিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর ওই পাতলা রুটির চার পাশে ময়দা মাখিয়ে মুড়িয়ে নিয়ে ময়দার পেষ্ট দিয়ে আটকে নিতে হবে।

  8. 8

    তারপর পাত্রে তেল গরম করে মাঝারি আঁচে রোল গুলো লাল লাল করে ভেজে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

Similar Recipes