ভাপা পুলি (বbhapa puli recipe in Bengali)

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

#নলেন গুড় এবং পিঠার রেসিপি

ভাপা পুলি (বbhapa puli recipe in Bengali)

#নলেন গুড় এবং পিঠার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. পুলির পুরের জন্য
  2. 2 কাপনারকেল কোরা
  3. 3/4 কাপনলেন গুড়
  4. পুলির ডো এর জন্য
  5. 1 কাপচালের গুঁড়ো
  6. 1 কাপজল
  7. প্রয়োজন অনুযায়ী লবণ

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ভাপা পুলির পুর বানিয়ে নিতে হবে।তার জন্য কড়াইতে নারকেল কোরা ও গুড় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস জ্বালাতে হবে।ক্রমাগত নাড়াচাড়া করে যখন গুড়ের রসটা বেশ শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে।তাহলেই পুর রেডি।

  2. 2

    এরপর পুলির ডো বানিয়ে নিতে হবে।তারজন্য কড়াইতে জল দিতে হবে।সামান্য লবণ(স্বাদের জন্য)দিতে হবে।জল ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

  3. 3

    একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে।

  4. 4

    ডো থেকে ছোটো ছোটো লেচি নিয়ে গোল করে নিতে হবে।তারপর লুচির আকারে বেলে নিতে হবে। আমি পুলি গুলো বানিয়েছি গুজিয়ার ছাঁচ দিয়ে।তবে ছাঁচ ছাড়া এমনি হাতেও করা যাবে। মাঝে পরিমান মতো পুর দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে।এই ভাবে সব পুলি গুলোকে রেডি করতে হবে।

  5. 5

    সব পুলি রেডি হয়ে গেলে 15 থেকে 20 মিনিট মতো স্টিম করতে হবে।

  6. 6

    তাহলেই রেডি "ভাপা পুলি"। গরম গরম পরিবেশন করতে হবে। এমনি বা ঝোলা নলেন গুড় যে কোনো ভাবেই এই পুলি খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes

More Recipes