চুসির পায়েস (chusir payesh recipe in Bengali)

Shyamali Sinha
Shyamali Sinha @cook_7825328
Melbourne

#নলেন গুড় ও পিঠার রেসিপি

চুসির পায়েস (chusir payesh recipe in Bengali)

#নলেন গুড় ও পিঠার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
  1. চুসি বানানোর জন্য:
  2. ১/৪ কাপ চালের গুঁড়ো
  3. ১/৪ কাপ ফুটন্ত জল (আরো ১/৪ কাপ ফুটন্ত গরম জল হাতের কাছে রেখে দিন, পরে লাগতেও পারে)
  4. পায়েস বানানোর জন্য:
  5. ১ লিটার দুধ
  6. ১/৪ কাপ চিনি
  7. ১/২ কাপ/১০০ গ্রাম খেজুরের গুড়
  8. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    একটি কড়াইতে দুধ ঢেলে দমকা আঁচে বসাতে হবে।

  2. 2

    দুধ ফুটতে আরম্ভ করলে, আঁচ কমিয়ে নিভু আঁচে ২০ থেকে ৩০ মিনিট ফুটিয়ে দুধটাকে ঘন করতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে যাতে পোড়া লেগে না যায়।

  3. 3

    একটা পাত্রে চালের গুঁড়ো নিয়ে ওর মধ্যে ১/৪ কাপ ফুটন্ত গরম জল ঢেলে কাঠের হাতা অথবা চামচ দিয়ে নাড়িয়ে একটা মণ্ড বানিয়ে, দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

  4. 4

    এরপর মন্দটাকে ১৫ থেকে ২০ মিনিট মতো রুটির আটা মাখার মতো করে মাখতে হবে।

  5. 5

    একটা পরিষ্কার জায়গায় চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে,এরপর চালের মণ্ড থেকে একটা ছোটো বলের মতো অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে লম্বা নলের মতো করে নিতে হবে।এরপর ওর থেকে ছ ছোটো করে চোষি কেটে নিতে হবে।

  6. 6

    এরপর একটা অন্য পাত্রে গুড় আর ১/৪ কাপ মতো জল নিয়ে, মাঝারি আঁচে গুড়টাকে গলিয়ে নিতে হবে।

  7. 7

    এরপর একটা অন্য পাত্রে গুড় আর ১/৪ কাপ মতো জল নিয়ে, মাঝারি আঁচে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গুড় ফুটতে শুরু করলে চোষি গুলোকে দিয়ে দিতে হবে।

  8. 8

    মাঝারি আঁচে ৩-৪ মিনিট চোষি গুলোকে ফোটাতে হবে। আর হালকা হাতে চোষিগুলোকে এক আধবার নেড়ে দিতে হবে।

  9. 9

    এবার ঘন দুধের মধ্যে চিনি মিশিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করে, চোষির মধ্যে দুধ ঢেলে দিতে হবে, যদি দুধের পাত্রটা বড়ো হয়, তাহলে উল্টো করতে হবে।

  10. 10

    এবার পায়েসটাকে ৪-৫ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে, এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে, গ্যাস বন্ধ করে, ঢেকে রাখতে হবে। ঠান্ডা হলে পায়েস একটু ঘন হয়ে যাবে, দুধটাকে সেই বুঝে ঘন করতে হবে।

  11. 11

    ইচ্ছে হলে কোরানো নারকেল দিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে, তারপর এলাচ গুঁড়ো দিতে পারেন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamali Sinha
Shyamali Sinha @cook_7825328
Melbourne
I'm the host of a YouTube cooking channel "Foodie's Hut" ( https://www.youtube.com/foodieshut ) focusing on Bengali cuisine and Indian cuisine. Easy to do, delicious classic and modern recipes, along with recipes from other cuisines posted every week.http://www.foodieshutrecipes.com/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes