আলু কাবলি (alu kabli recipe in Bengali)

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )

আলু কাবলি (alu kabli recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
6জন
  1. 3 টেসেদ্ধ আলু
  2. 1 কাপতেঁতুল গোলা জল
  3. 1 টেবিল চামচভাজা মশলা
  4. 1 টাশসা কুচি
  5. ½কাপসেদ্ধ মটর
  6. 1 কাপকাঁচা ছোলা
  7. 100 গ্রামঝুরিভাজা
  8. 4 টেবিল চামচপেঁয়াজ কুচি
  9. 2 টেবিল চামচটমেটো কুচি
  10. 1 চা চামচগন্ধরাজ লেবুর রস
  11. ⅓ চা চামচলঙ্কাগুঁড়ো
  12. 2 টেবিল চামচধনেপাতা কুচি
  13. 1 টেবিল চামচসর্ষের তেল
  14. স্বাদমতো নুন
  15. 1 চা-চামচবিট লবণ

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    একটা পাত্রে তেঁতুল গোলা জল তাতে সামান্য ভাজা মসলার গুঁড়ো এবং সামান্য পাতিলেবুর রস মিশিয়ে রাখতে হবে।

  3. 3

    অন্য একটা বড় পাত্রে সেদ্ধ আলু কুচি সাথে সমস্ত রকমের উপকরণ নিয়ে নিতে হবে।

  4. 4

    তাতে তেঁতুল গোলা জল, ভাজা মশলা, স্বাদমতো নুন, বিট লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    শেষে সর্ষের তেল এবং ধনে পাতা কুচি ছড়িয়ে আবারও ভাল করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    পরিবেশন করার সময় ওপর থেকে একটু ধনেপাতা কুচি, পাতি লেবুর রস আর ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )
Cooking is my passion and love.
আরও পড়ুন

Similar Recipes