আলু কাবলি (aloo kabli recipe in Bengali)

Kamala Dey
Kamala Dey @cook_26781201

আলু কাবলি (aloo kabli recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
২জন
  1. ১টিবড় আলু
  2. ২টেবিল চামচপেঁয়াজ কুচি
  3. ১/২চা চামচলঙ্কা কুচি
  4. ১টেবিল চামচধনেপাতা কুচি
  5. ১টেবিল চামচসর্ষের তেল
  6. ১টেবিল চামচটমেটো কুচি
  7. ২টেবিল চামচশসা কুচি
  8. ১/৪চা চামচআদা কুচি
  9. ১টেবিল চামচনারকেল কুচি
  10. ১/২চা চামচচাট মশলা
  11. ১/২চা চামচভাজা মশলা
  12. ১/২চা চামচবিটনুন
  13. ২টেবিল চামচচানাচুর
  14. ১টেবিল চামচঝুড়িভাজা
  15. ১টেবিল চামচবাদামভাজা
  16. ১০গ্রামকাবলি ছোলা
  17. ১০গ্রামছোলা
  18. ১০গ্রামমটর
  19. ১/২চা চামচলেবুর রস
  20. ১চা চামচতেঁতুলের পাল্প

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে ছোলা মটর গুলো সারারাত ভিজিয়ে রাখতে হবে।এরপর আলু ও ছোলা মটর গুলো সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এরপর একটি পাত্রে আলু গুলো ছোটো ছোটো কুচি করে কেটে নিতে হবে। তাতে এক এক করে শসা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর বাকি উপকরনের চানাচুর,ঝুড়িভাজা ছাড়া বাকি উপকরন দিতে ভালো করে মাখতে হবে।এরপর বাটিতে ঢেলে উপর থেকে চানাচুর ঝুড়িভাজা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kamala Dey
Kamala Dey @cook_26781201

Similar Recipes