ডিমের মিহিদানা (dimer mihidana recipe in Bengali)

Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

#ডিমের রেসিপি

ডিমের মিহিদানা (dimer mihidana recipe in Bengali)

#ডিমের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টে ডিম
  2. ২ টেবিল চামচ সুজি
  3. ১ চিমটিনুন
  4. ২ টেবিল চামচ কাজু, কিসমিস ও আমন্ড বাদাম
  5. ২ টেবিল চামচ ঘন দুধ
  6. ১ চা চামচ জাফরান
  7. ১ টেবিল চামচ গুঁড়ো দুধ
  8. ১/২ টেবিল চামচ বড় এলাচ ও ছোট এলাচ (একসাথে গুঁড়ো করা)
  9. ২ টেবিল চামচ গুঁড়ো চিনি
  10. ২ টেবিল চামচ গাওয়া ঘি
  11. ২ চা চামচ গোলাপ জল
  12. ৪-৬ টা চেরি কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি পাত্রে ডিম ভেঙে ভাল করে ফেটিয়ে নিন। হালকা গরম ঘন দুধে গুঁড়ো দুধ গুলে জাফরান দিয়ে একসাথে ভিজিয়ে রাখুন।

  2. 2

    কড়াতে পরিমান মত ঘি দিয়ে, বাদাম ও কিসমিস হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই ঘিতে সুজি দিয়ে একটু ভেজে তুলে রাখুন।

  3. 3

    কড়াতে আবার পরিমান মত ঘি দিন ও ফেটানো ডিম আস্তে আস্তে ঢালুন ও অনবরত নাড়তে থাকুন। ঝুরো ঝুরো হয়ে এলে ভাজা সুজি দিন ও নাড়াচাড়া করে জাফরান মেশানো দুধ ঢেলে দিন ও একে একে ভাজা বাদাম, কিসমিস, কুচোনো চেরি ও এক চিমটে নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার স্বাদ অনুযায়ী গুঁড়ো চিনি দিয়ে নাড়তে থাকুন। এবার এলাচ গুঁড়ো, গোলাপ জল ও ঘি দিয়ে পুরোটা ভাল করে মিশিয়ে নিন।

  4. 4

    সব শেষে চেরি ও ভাজা কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ডিমের মিহিদানা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

মন্তব্যগুলি

Similar Recipes